মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা (Sreemangal) বাংলাদেশের চায়ের রাজধানী হিসাবে সুপরিচিত। পাহাড়ের ঢালে চা বাগানের অপূর্ব দৃশ্য ছাড়াও শ্রীমঙ্গল এবং এর আশেপাশে রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গলফ, রাবার বাগান, হামহাম জলপ্রপাত, মাধবপুর লেক সহ আরো বেশকিছু দর্শনীয় স্থান। ঢাকা থেকে একদিনে সহজে ভ্রমণ করা যায় বলে একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ অনেকের কাছেই জনপ্রিয় গন্তব্য।

একদিনে শ্রীমঙ্গল ট্যুর প্ল্যান (১)

বাসে গিয়ে একদিনে শ্রীমঙ্গল ঘুরে আসতে চাইলে ঢাকার সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে রাত ১১ টা থেকে ১২ টার মধ্যে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর ট্রেনে যেতে চাইলে সিলেটগামী রাতের উপবন ট্রেনে যাত্রা করলে সবচেয়ে সুবিধা হবে।

রাতে বাস কিংবা ট্রেনে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলে ভোরের দিকে শ্রীমঙ্গল পৌঁছে যাবেন। সকালের নাস্তা সেরে সিএনজি রিজার্ভ নিয়ে বা লোকাল পরিবহণে সকাল সকাল চলে যেতে পারেন মাধবপুর লেক। মাধবপুর লেকে শান্ত শীতল জল এবং চারপাশের অপূর্ব প্রাকৃতিক দৃশ্য সকাল বেলায় নিঃসন্দেহে আপনার মনকে এক অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে তোলবে। যাবার পথেই দুইপাশে দেখতে পাবেন চা বাগান

মাধবপুর লেকে কিছুটা সময় কাটিয়ে চলে আসুন লাউয়াছড়া জাতীয় উদ্যানে। বনের মধ্যে জীববৈচিত্র দেখার সাথে সাথে চাইলে হালকা ট্রেকিং করতে পারবেন এখানে।

লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে শহরে ফিরে পানসী অথবা পাঁচ ভাই হোটেলে দুপুরের খাবার খেয়ে নিতে পারেন। এসব হোটেলে সুলভ মূল্যে অনেক প্রকার সুস্বাদু দেশীয় খাবার পাওয়া যায়।

দুপুরের খাবার খেয়ে শ্রীমঙ্গলের একমাত্র সিতেশ বাবুর চিড়িয়াখানায় কিছুটা সময় কাটিয়ে আসতে পারেন। এরপর নীলকন্ঠ চা কেবিনের সাত রঙের চা খাওয়ার সাথে সাথে চা গবেষনা ইনস্টিটিউটে আড্ডায় মুখর হতে পারেন পড়ন্ত বিকেলে।

যদি বিকেল ৫ টার মধ্যে আপনার ঘুরোঘুরি শেষ হয়ে যায় তবে শ্রীমঙ্গল থেকে ট্রেনেই ঢাকা ফিরতে পারবেন। ট্রেনে আসা সম্ভব না হলে বাসে চড়েই ঢাকায় ফিরতে হবে।

একদিনে শ্রীমঙ্গল ট্যুর প্ল্যান (২)

আপনি যদি এডভেঞ্চার প্রিয় হয়ে থাকেন তবে শ্রীমঙ্গল ভ্রমণে হামহাম ঝর্ণা ঘুরে দেখতে পারেন। ঢাকা হতে ভোরে শ্রীমঙ্গল পৌঁছে সকালের নাস্তা সেরে হামহাম ঝর্ণায় যাওয়ার সিএনজি বা জীপ সারাদিনের জন্য রিজার্ভ করে নিন। খুব সকালে রওনা দিয়ে দুই ঘন্টায় কলাবন পাড়ায় পৌঁছাতে পারবেন। কলাবন পাড়া থেকেই সাথে গাইড নিয়ে হামহাম ঝর্ণা যাবার ট্রেকিং শুরু হয়। হাম হামের প্রকৃত সৌন্দর্য দেখতে হলে বর্ষাকালে যাওয়া উচিত।

হামহাম জলপ্রপাত দেখে শহরে ফিরে পাঁচ ভাই বা পানসীতে দুপুরের খাবার খেয়ে বিকেলে মাধবপুর লেকের উদ্দেশ্যে রওনা দিতে পারেন। লেক আর চা বাগানের সৌন্দর্য দেখে চলে যান নীলকণ্ঠ কুঠিরের সাত রঙের চা পানের জন্য। ভ্রমণ শেষে বাস কিংবা ট্রেনে ঢাকার পথে যাত্রা শুরু করে দিন।

শ্রীমঙ্গল ভ্রমণ ভিডিও ব্লগ

ঢাকা থেকে যেভাবে শ্রীমঙ্গল যাবেন

ঢাকা থেকে ট্রেনে করে শ্রীমঙ্গল যেতে কমলাপুর কিংবা বিমান বন্দর রেলওয়ে ষ্টেশান হতে উপবন, জয়ন্তিকা, পারাবত অথবা কালনী এক্সপ্রেস ট্রেনকে বেছে নিতে পারেন আপনার ভ্রমণ সঙ্গী হিসাবে। শ্রেণী ভেদে জনপ্রতি ট্রেনে যেতে ভাড়া ২৪০ টাকা থেকে ৫৫২ টাকা। ট্রেনে যেতে সময় লাগে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘণ্টা।

বাসে করে ঢাকা থেকে শ্রীমঙ্গল যেতে ফকিরাপুল অথবা সায়দাবাদ থেকে ৪৭০ টাকা থেকে ৬০০ টাকা ভাড়ায় হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, সিলেট এক্সপ্রেস, এনা ইত্যাদি নন এসি বাস পাওয়া যায়। বাসে যেতে সময় লাগে ৪ ঘন্টার মত।

একদিনে শ্রীমঙ্গল ভ্রমণের সম্ভাব্য খরচ

  • বাস ভাড়া- ৪৭০ টাকা থেকে ৬০০ টাকা (বাসভেদে)
  • সকালের নাস্তা- ৫০ টাকা
  • সিএনজি রিজার্ভ- ২০০০ টাকা (সারাদিনের জন্য)
  • দুপুরের খাবার- ১৫০ টাকা
  • ফিরতি ট্রেনের টিকেট- ২৪০ টাকা থেকে ৫৫২
  • অন্যান্য- ১০০ টাকা

একদিনে শ্রীমঙ্গল ভ্রমণ পরামর্শ

  • সুলভ মূল্যে খাবার খেতে চাইলে পানসী বা পাঁচ ভাই হোটেলকে বেছে নিন।
  • সিএনজি রিজার্ভ নেয়ার আগে কোথায় কোথায় যাবেন সে সম্পর্কে আগে থেকেই বলে নিন।
  • সিএনজি রিজার্ভ করতে দরদাম করে নিন।
  • হাম হাম যেতে জোঁকের ব্যাপারে সতর্ক থাকুন।
  • ট্রেনে ফিরতে চাইলে সময়ের প্রতি খেয়াল রাখুন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।