বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্মগুলো সংরক্ষিত আছে ময়মনসিংহ শহরের বুক চিড়ে বয়ে চলা ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত সাহেব কোয়ার্টার নলিনী রঞ্জন সরকারের বাড়িতে। ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন শিল্পাচার্য জয়নুল আবেদীন মিউজিয়াম এলাকায় বাঁধ দিয়ে একটি পার্ক নির্মাণ করা হয়েছে। আর এই পার্কটিই শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক (Shilpacharya Zainul Abedin Park) নামে পরিচিত।

জয়নুল আবেদিন পার্কে আছে দৃষ্টিনন্দন ফোয়ারা, দোলনা, ট্রেন, ম্যাজিক নৌকা, মিনি চিড়িয়াখানা, বৈশাখী মঞ্চ, ঘোড়ার গাড়ি, চরকি, জেলা প্রশাসকের বাড়ি এবং বেশকিছু খাবারের দোকান। আর নদীতে ঘুরে বেড়ানোর জন্য রয়েছে সারি সারি নৌকা। একদিকে যেমন জয়নুল আবেদীন সংগ্রহশালার বিখ্যাত সব ছবি দেখার সুযোগ মিলে অন্যদিকে সবুজ প্রাকৃতিক পরিবেশের মুগ্ধতায় কিছুটা সময় কাটানো যায়।

প্রবেশ টিকেট মূল্য

শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে প্রবেশ করতে কোন প্রবেশ ফি দিতে হয় না। তবে মিউজিয়ামে প্রবেশের জন্য প্রাপ্ত বয়স্কদের ২০ টাকা এবং শিশুদের ১০ টাকা দিয়ে টিকেট সংগ্রহ করতে হয়। শনিবার থেকে বুধবার প্রতিদিন সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এবং শুক্রবার বিকেল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মিউজিয়ামটি খোলা থাকে। মিউজিয়ামের সাপ্তাহিক বন্ধের দিন হল বৃহস্পতিবার।

কিভাবে যাবেন

ঢাকা থেকে এনা, আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ, শৌখিন কিংবা নিরাপদ পরিবহনের বাসে করে ২৬০ টাকা ভাড়ায় ময়মনসিংহ যেতে পারবেন। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগে।

ঢাকা থেকে ট্রেনে ময়মনসিংহ ভ্রমণ করতে চাইলে তিস্তা এক্সপ্রেস (সকাল ৭ঃ৩০), মোহনগঞ্জ এক্সপ্রেস (দুপুর ০১ঃ১৫), যমুনা এক্সপ্রেস (বিকেল ০৪ঃ৪৫), ব্রহ্মপুত্র (সন্ধ্যা ০৬ঃ১৫) এবং হাওর এক্সপ্রেস (রাত ১০ঃ১৫) এইসব ট্রেনের যে কোনটায় আপনার সময় ও পছন্দমত ট্রেনে সরাসরি ময়মনসিংহ যেতে পারবেন। শ্রেণীভেদে ভাড়া ১২০ থেকে ২৭১ টাকা। যেতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘন্টা।

ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন বা বাস স্টপ থেকে রিকশা যোগে সহজেই শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্কে যাওয়া যায়।

কোথায় থাকবেন

ঢাকা বা ময়মনসিংহ এর আশেপাশে থেকে গেলে দিনে গিয়েই জয়নুল আবেদিন পার্ক সহ ময়মনসিংহ শহরের আশেপাশের জায়গা ভ্রমণ করে দিনে গিয়ে দিনেই চলএ আসতে পারবেন। তাই রাতে থাকার প্রয়োজন নেই। তবে যদি আপনাকে রাতে থাকতেই হয় তবে ময়মনসিংহ শহরে ভালো মানের আবাসিক হোটেলের মধ্যে হোটেল আমির ইন্টারন্যাশনাল, হোটেল আল হেরা, হোটেল মোস্তাফিজ, সিলভার ক্যাসেল, রিভার প্যালেস উল্লেখযোগ্য। আর মাঝারি মানের হোটেলের মধ্যে হোটেল আসাদ, ঈশা খাঁ এবং নিরালা তে রাত্রি যাপন করতে পারেন।

কোথায় খাবেন

ময়মনসিংহে ভালো মানের খাবার হোটেলের মধ্যে সারিন্দা, হোটেল খন্দকার, ধান সিড়ি, সেভেন ইলেবেন, হোটেল মিনার, রোম থ্রি এবং ময়মনসিংহ প্রেস ক্লাব কেন্টিন উল্লেখযোগ্য। এছাড়াও সময় সুযোগ থাকলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মালাইকারী, গুড়ের সন্দেশ এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের খাঁটি দই খেয়ে দেখতে পারেন।

আশেপাশের দর্শনীয় স্থান

শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক ও জাদুঘর দেখা ছাড়াও আপনার হাতে সময় থাকলে ময়মনসিংহ শহরের ভিতর শশী লজ, আলেকজান্ডার ক্যাসেল, ময়মনসিংহ জাদুঘর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ঘুরে দেখতে পারেন।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক

শেয়ার করুন সবার সাথে

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।