নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতায় প্রকৃতিক সৌন্দর্য ও বিনোদনের সকল আধুনিক সুযোগ সুবিধা নিয়ে প্রায় ১০০ একর জায়গা জুড়ে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট (Suvarnagrama Amusement Park and Resorts) সাজানো হয়েছে। বিভিন্ন আকর্ষণীয় রাইড, ওয়াটার পার্ক, রেস্টুরেন্ট, জুস বার, কফি শপ, লাক্সারী রিসোর্ট, কার পার্কিং এবং পিকনিক স্পট ছাড়াও এই পার্কে স্পিড বোটে চড়ে সমস্ত ওয়াটার পার্ক ঘোরে দেখার ব্যবস্থা রয়েছে।
সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্টে যেকোন ধরণের সামাজিক অনুষ্ঠান, কর্পোরেট সভা-সেমিনার এবং পিকনিক আয়োজনের সুব্যবস্থা রয়েছে। রাজধানী ঢাকার বেশ কাছে অবস্থান হওয়ার কারণে বাংলাদেশের সর্ববৃহৎ এই বিনোদন পার্কটিতে প্রতিদিন সব বয়সের অসংখ্য দর্শনার্থীদের আগমন ঘটে।
যোগাযোগ
সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক এন্ড রিসোর্ট
ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ
ইমেইল: contact@suvarnagrama.com
ওয়েবসাইট: www.suvarnagramapark.com
ফেইসবুক: www.facebook.com/Suvarnagram
যেভাবে যাবেন
ঢাকার যেকোন স্থান থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে ৩০০ ফিট রাস্তা দিয়ে অথবা বনশ্রী-ডেমরা স্টাফ কোয়াটার পথ ধরে সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক যেতে পারবেন।
ফিচার ইমেজ: নভেল চৌধুরী
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।