গাইবান্ধা জেলা সদরের রাধাকৃষ্ণপুরে অবস্থিত একটি আধুনিক রিসোর্টের নাম এসকেএস ইন (SKS Inn)। শহর থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে কলেজ রোডের এই এসকেএস ইন রেস্ট হাউজ অ্যান্ড রেস্টুরেন্ট উত্তর জনপদের মানুষের রুচিশীলতার প্রতীক। সবুজের মায়ায় ঘেরা প্রায় ১০ একর জায়গাজুড়ে নির্মিত নজরকাড়া প্রাকৃতিক পরিবেশের এসকেএস ইন রিসোর্টে আছে নানা প্রজাতির বৃক্ষ, কৃত্রিম ফোয়ারা, জিম, গেম জোন, উন্মুক্ত মঞ্চ, কিডস জোন, সুইমিংপুল, রেস্টুরেন্ট, সেমিনার কক্ষ, দৃষ্টিনন্দন পুকুর এবং কটেজ সহ বিভিন্ন আধুনিক স্থাপনা।

এসকেএস ইন রিসোর্টে প্রবেশ পথের ডান দিকে রয়েছে জলধারা নামক রেস্টুরেন্ট এবং একটি কৃত্রিম ঝর্ণা। রেস্টুরেন্ট- ঝর্ণা পেরিয়ে সামনে এগিয়ে গেলে পুকুর পাড়ে গাইবান্ধার বিখ্যাত স্থান, ফুল ও ফলের নামের রিসোর্ট চোখে পড়বে। প্রতিটি কটেজের সামনের পুকুরে আছে মাছ ও হাঁস আকৃতির বোট। অতিথিরা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে এসব বোটে চড়তে পারেন।

খরচ

এসকেএস ইন রিসোর্টের ডিলাক্স কাপল রুমের ভাড়া ৪৫০০ টাকা, ডিলাক্স টুইন রুম ও ডিলাক্স কটেজের ভাড়া ৫০০০ টাকা, ওয়াটার কটেজের ভাড়া ৫৫০০ টাকা এবং ফ্যামিলি সুইটের ভাড়া ৬০০০ টাকা।

৩৫ জন ধারণক্ষমতার কোন সেমিনার আয়োজন করতে ভাড়া লাগবে ৩৫০০ টাকা। আর ৭০ জনের জন্য স্ট্যান্ডার্ড এসি কনফারেন্স রুমের একদিনের জন্য ভাড়া ৭০০০ টাকা। এছাড়া ২০০ জন ধারণক্ষমতার ব্যাকুয়েট হলের একদিনের জন্য ভাড়ার পরিমাণ ১৫ হাজার টাকা।

প্রতিটি কক্ষে আছে সৌখিন ও রুচিসম্মত ফার্ণিচার, মিনি ফ্রিজ, রুম হিটার, টিভি, ঠান্ডা ও গরম পানির সুব্যবস্থা। এসকেএস ইন রিসোর্টে ছোটদের ও বড়দের জনপ্রতি প্রবেশ মূল্য যথাক্রমে ৩০ ও ৫০ টাকা।

যোগাযোগ
কলেজ রোড, রাধাকৃষ্ণপুর, গাইবান্ধা – ৫৭০০
ফোন: +88-0541-51399
মোবাইল: +88-01853-332974, +88-01856-450253
ইমেইল: info@sksinn.com
ওয়েবসাইট: www.sksinn.com

কোথায় খাবেন

এসকেএস ইন রিসোর্টের জলধারা রেস্টুরেন্টে বিভিন্ন ধরণের বাঙালি ও চাইনিজ খাবার পাওয়া যায়। এখানে ২০০ থেকে ৫০০ টাকায় বিভিন্ন সেট মেন্যু নিতে পারবেন।

কিভাবে যাবেন

গাইবান্ধা জেলায় যাওয়ার জন্য রাজধানী ঢাকার বিভিন্ন স্থান হতে এসি/নন-এসি বেশকিছু বাস চলাচল করে। এদের মধ্যে শ্যামলী পরিবহন, আল হামরা পরিবহন, এস আর ট্রাভেলস প্রাঃ লিঃ এবং অরিন ট্রাভেলস উল্লেখযোগ্য। জনপ্রতি বাস ভাড়া বাসের ধরণ অনুযায়ী ৫০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত। এছাড়া ঢাকার কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে রংপুর এক্সপ্রেস এবং লালমনিরহাট এক্সপ্রেস নামে দুইটি ট্রেন সকাল এবং রাতে যাত্রা করে।

গাইবান্ধা জেলা বাসস্ট্যান্ড হতে রিক্সা, অটোরিক্সা দিয়ে সহজে এসকেএস ইন রিসোর্টে যেতে পারবেন।

ফিচার ইমেজ: এসকেএস ইন

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে এসকেএস ইন রিসোর্ট

শেয়ার করুন সবার সাথে

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।