জয়পুরহাট শহর থেকে মাত্র এক কিলোমিটার দূরে বুলু পাড়ায় জয়পুর রিসোর্টের (Joypur Resort) পাশাপাশি গড়ে তোলা হয়েছে একটি মনোরম শিশু উদ্যান (Shishu Udyan)। জয়পুরহাট জেলায় অবস্থিত এই শিশু উদ্যানটির সাজানো গোছানো পরিবেশ যে কাউকে মুগ্ধ করে দেবার জন্য যথেষ্ট। সকল বয়সী মানুষকে নির্মল বিনোদন দেওয়ায় উদ্দেশ্যে রফিকুল ইসলাম চৌধুরী (প্রিন্স) ২০০৫ সালে ৬০ বিঘা জমির উপর এই শিশু পার্কটি প্রতিষ্ঠা করেন।
বিনোদনের জন্য শিশু উদ্যানে রয়েছে মিনি চিড়িয়াখানা, থ্রিডি মুভি, চড়কি, নাগড়দোলা, টয় ট্রেন, দোলনাসহ বিভিন্ন আকর্ষনীয় রাইড, একটি সুইমিং পুল এবং ফুডকোর্ট। শিশুদের মানবিক ও সংস্কৃতিক বিকাশের লক্ষ্যে শিশু উদ্যানে কৃত্তিমভাবে নির্মিত বিভিন্ন স্থাপনার মাধ্যমে গ্রাম বাংলার চিরায়ত বিভিন্ন দৃশ্যের বাস্তব রূপ দেয়া হয়া হয়েছে।
জয়পুরহাট শিশু উদ্যানটিতে রয়েছে বিশাল আকৃতির দুইটি লেক, যেখানে আগত দর্শনার্থীরা প্যাডেল বোটে চড়তে পারেন। আরো আছে আমবাগান, কবি সাহিত্যিক, বন্যপ্রানী এবং বিভিন্ন রকম ভাস্কর্য যা শিশুদের সাথে সাথে বড়দেরও কৌতূহল মিটিয়ে চলেছে। সবুজে ঘেরা শিশু উদ্যানে পিকনিক করার সুব্যবস্থার পাশাপাশি রয়েছে শুটিং স্পট।
কিভাবে জয়পুরহাট শিশু উদ্যানে যাবেন
শিশু উদ্যানে যেতে হলে আপনাকে প্রথমে জয়পুরহাট শহরে আসতে হবে। ঢাকার গাবতলি, মহাখালী, আব্দুল্লাহপুর, শ্যামলী এবং কল্যাণপুর থেকে শাহ্ ফতেহ আলী পরিবহণ, সেইন্টমার্টিন ট্রাভেলস, শ্যামলী পরিবহন এন আর, এস আর ট্রাভেল এবং হানিফ সহ বেশ কয়েকটি পরিবহণের বাস সার্ভিস ঢাকা হতে জয়পুরহাটের উদ্দেশ্যে যাত্রা করে। এসি, নন-এসি এসব বাসের ভাড়া ৬০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত।
এছাড়া ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন থেকে নিলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, কুরিগ্রাম এক্সপ্রেস, ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট যেতে পারবেন। এক্ষেত্রে জনপ্রতি টিকেটের ভাড়া শোভন চেয়ার ৩৯০ টাকা, স্নিগ্ধা ৭৪২ টাকা ও এসি সিট ৮৯২ টাকা।
জয়পুরহাট শহরের বিন্দু পাচুর মোড় থেকে ১০ থেকে ১৫ টাকা রিকশা বা অটোরিকশা ভাড়ায় শিশু উদ্যানে যাওয়া যায়।
জয়পুরহাট কোথায় থাকবেন
রাত্রিযাপনের জন্য শিশু উদ্যানে রিসোর্টের ব্যবস্থা আছে। আর শিশু উদ্যানের কাছে হোটেল সৌরভ ইন্টাঃ, হোটেল জাহান আরা ইন্টাঃ, জসিম রেসিডেন্সিয়াল হোটেল, পৃথিবী হোটেল, হোটেল বৈশাখী রেসিডেন্সিয়াল ছাড়াও বেশকিছু আবাসিক হোটেল রয়েছে।
জয়পুরহাট কোথায় খাবেন
জয়পুরহাটে বিভিন্ন মানে চাইনিজ এবং বাংলা খাবারের রেস্টুরেন্ট রয়েছে। এদের মধ্যে ক্যাফে অরেঞ্জ চাইনিজ রেস্টুরেন্ট, বিসমিল্লা হোটেল এন্ড রেস্টুরেন্ট, রুচিটা রেস্টুরেন্ট এন্ড চাইনিজ, মিনা, প্রিন্স রেস্টুরেন্ট ইত্যাদি উল্লেখযোগ্য।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।