পটুয়াখালী জেলার কুয়াকাটার প্রাচীন কুয়ার সামনে ঐতিহ্যবাহী মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ মন্দির (Misripara Seema Buddha Temple) অবস্থিত। কুয়াকাটা সৈকত থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে অবস্থিত। ঐতিহাসিক ৩৭ মন ওজনের প্রাচীন অষ্টধাতুর তৈরি ধ্যানমগ্ন বুদ্ধ মূর্তিটি ধারণা করা হয় আকারে উপমাহাদেশের সবচেয়ে বড়। এছাড়া এই মন্দিরের কাছে রাখাইনদের সবচেয়ে গ্রাম অবস্থিত। যেখানে এই ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারার সাথে পরিচিত হওয়ার সুযোগ রয়েছে।
কিভাবে যাবেন
রাজধানী ঢাকা থেকে নদী ও সড়ক পথে কুয়াকাটা যাওয়া যায়। ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে এমভি পারাবত, এমভি সৈকত, এম ভি সুন্দরবন প্রভৃতি লঞ্চে পটুয়াখালী পৌঁছে সেখান থেকে বাসে কুয়াকাটা যেতে পারবেন। আর বাসে যেতে চাইলে ঢাকার গাবতলী বা সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে সাকুরা পরিবহন, শ্যামলী এনা আর, গ্রীনলাইন, ইউরো কোচ, হানিফ, টি আর ট্রাভেলস, ইসলাম পরিবহনের বাস করে সরাসরি কুয়াকাটা যাওয়া যায়। কুয়াকাটা থেকে বাইক বা ইজিবাইকে যেতে পারবেন এই মন্দিরে।
কোথায় থাকবেন
পর্যটকদের থাকার জন্য কুয়াকাটায় বিভিন্ন মানের আবাসিক হোটেল আছে। মান ও শ্রেনী অনুযায়ী এসব হোটেলে ৪০০-৫,০০০ টাকায় থাকতে পারবেন। কুয়ায়াটার উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে ইয়ুথ ইন হোটেল, হলিডে হোমস হোটেল, হোটেল গ্রেভার ইন, সি ভিউ হোটেল, বীচ হ্যাভেন রিসোর্ট, সী গার্ল, হোটেল বনানী প্যালেস, হোটেল কুয়াকাট ইন, হোটেল নীলাঞ্জনা, হোটেল গোল্ডেন প্যালেস অন্যতম।
কোথায় খাবেন
কুয়াকাটায় হোটেলগুলো নিজস্ব রেস্টুরেন্টে তাদের অতিথিদের খাবারের জন্য ব্যবস্থা করে। এছাড়া এখানকার স্থানীয় রেস্টুরেন্টে বিভিন্ন রকম দেশী খাবার পাওয়া যায়।
ফিচার ইমেজ: শিহাব রেজা
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।