কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলা থেকে মাত্র ৭ কিলোমিটার দূরে মসুয়া গ্রামে অস্কার বিজয়ী চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি রয়েছে। এক সময় এই বাড়িটিকে ‘পূর্ব বাংলার জোড়াসাঁকো’ বলে অভিহিত করা হতো। এই বাড়িতেই প্রখ্যাত শিশু সাহিত্যিক, সঙ্গীতজ্ঞ উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ও সুকুমার রায় চৌধুরী জন্মেছেন। সত্যজিৎ রায় কোনোদিন পৈতৃক বাড়িতে না আসলেও পারিবারিক ঐতিহ্য তাকে গভীর ভাবে প্রভাবিত করেছে তাই বাংলাদেশের সঙ্গে ছিল তাঁর হৃদয়ের টান।
বাড়ির ভেতরে রয়েছে কারুকার্যময় প্রাচীন দালান, বাগানবাড়ি, হাতির পুকুর, খেলার মাঠ। বাড়ির পেছনে রয়েছে ছোট একটি পুকুর আর মূল ফটকের বাইরে রয়েছে শান বাধানো একটি পুকুর ঘাট। সত্যজিৎ রায়ের পিতামহের স্মৃতিমাখা এই বাড়িটি বর্তমানে সরকারের রাজস্ব বিভাগের তত্ত্বাবধায়নে আছে। এই বাড়ির চারপাশকে চিহ্নিত করা হয়েছে কাঁটাতারের বেড়া দিয়ে। জীর্ণশীর্ণ বাড়ির দরবার ঘর বর্তমানে মসূয়া ইউনিয়ন ভূমি অফিস হিসেবে ব্যবহার করা হচ্ছে। ২০১২ সালে বাংলাদেশ পর্যটন করপোরেশনের উদ্যোগে ৫৯ লাখ টাকা ব্যয়ে একটি রেস্ট হাউজ নির্মাণসহ সীমানা প্রাচীর ও রাস্থাঘাট সংস্কার করা হয়।
কিভাবে যাবেন
ঢাকা থেকে কটিয়াদী দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। ঢাকা থেকে যে বাস গুলো ভৈরব হয়ে কিশোরগঞ্জ যায় তার যে কোন একটায় চলে আসতে পারবেন কটিয়াদি উপজেলায়। বাসে আসতে সময় লাগবে প্রায় সাড়ে দুই থেকে তিন ঘন্টার মত। ঢাকার গোলাপবাগ বাস স্ট্যান্ড থেকে যাতায়াত বা অনন্য সুপার আসতে পারবেন, ভাড়া ১৯০-২১০ টাকা। মহাখালি বাস স্ট্যান্ড থেকে উজানভাটি বা অন্য কোন বাস যা ভৈরব হয়ে কিশরোগঞ্জ আসে উঠে যেতে পারেন। ভাড়া ১৮০-২০০টাকা লাগবে। চাইলে নিজের প্রাইভেট কার নিয়ে ডে ট্রিপ এর জন্যে ঘুরে যেতে পারবেন।
এছাড়া ট্রেনে আসতে চাইলে ঢাকা থেকে ট্রেনে আসতে হলে আপনাকে আন্তঃনগর ট্রেন এগারোসিন্দুর কিংবা কিশোরগঞ্জ এক্সপ্রেসে চড়ে মানিকখালী স্টেশনে নামতে হবে। সেখান থেকে ইজিবাইক বা সিএনজিতে করে আসতে হবে কটিয়াদী।
কটিয়াদী থেকে সিএনজি বা ইজিবাইক/অটোরিক্সা করে ৭ কিলোমিটার দূরে মসূয়া গ্রামে সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়িতে যেতে পারবেন।
থাকা ও খাওয়া
থাকার জন্য এখানে একটি মাত্র রেস্ট হাউজ থাকলেও এটি প্রায় বন্ধ অবস্থায় পড়ে আছে। থাকতে চাইলে চলে আসতে হবে কিশোরগঞ্জ জেলে সদরে। কিশোরগঞ্জ রিভার ভিউ, গাংচিল, নিরালা, উজানভাটি, ক্যাসেল সালাম নামে বেশ কিছু ভাল মানের আবাসিক হোটেল রয়েছ। এখানে খাবার জন্যও তেমন কোন ব্যবস্থা নেই তবে কটিয়াদী বাজারে কিছু সাধারণ মানের খাবার হোটেল পাবেন।
আর কি দেখবেন
কটিয়াদি থেকে কিশোরগঞ্জ এর দূরত্ব প্রায় ২৪ কিলোমিটার। চাইলে কিশোরগঞ্জ জেলা শহর ঘুরে দেখতে পারেবন। হাতে সময় থাকলে কিশোরগঞ্জ শহরের কাছাকাছি আরও কিছু জায়গায় ঘুরে বেড়াতে পারেন:
- মুক্তমঞ্চ এবং ওয়াচ টাওয়ার
- ঐতিহাসিক শোলাকিয়া ঈদগা
- জঙ্গলবাড়ী: ঈশা খাঁর দ্বিতীয় রাজধানী
- ঐতিহাসিক পাগলা মসজিদ
- কবি চন্দ্রাবতীর শিবমন্দির
- গাঙ্গাটিয়া জমিদার বাড়ি
- নিকলি হাওর
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।