নেত্রকোণা জেলার কমলাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ভারত-বাংলাদেশ সীমান্তে ফুলবাড়ি শান্ত এক গ্রাম। গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ভারতের মেঘালয় রাজ্য থেকে গারো পাহাড়ের ভিতর দিয়ে বয়ে আসা গনেশ্বরী নদী। আমাদের সীমান্তের ভিতরেই রয়েছে বেশ কিছু পাহাড় ও টিলা, আর সীমান্তের বাইরে যতদূর চোখ যায় দেখা যায় মেঘালয়ের পাহাড় রাজ্য। চারপাশে অগনিত মেহগনি গাছের সারির নির্জন সেই জায়গায় সমাহিত আছেন ৭ জন মুক্তিযোদ্ধা। এই জায়গা সাত শহীদের মাজার নামে পরিচিত।

ইতিহাস

২৬শে জুলাই, নেত্রকোণা জেলার বিরিশিরি থেকে কলমাকান্দায় পাকসেনাদের ক্যাম্পে রসদ যাবে এ সংবাদে পরিকল্পনা হয় দূর্গাপুর-কলমাকান্দা নদীপথের নাজিরপুর বাজারের কাছেই পাকহানাদারদের আক্রমণ করা হবে। পরিকল্পনা অনুযায়ী নাজিরপুর বাজারের সবক’টি প্রবেশ পথে এ্যামবুস করেন মুক্তিযোদ্ধারা। যে সময় আসার কথা ছিলো তা অতিক্রান্ত হবার অনেক পর মুক্তিযোদ্ধারা একে একে তাদের এ্যাম্বুস তুলে নেয়ার সময় হঠাৎ হানাদার বাহিনীর মুখোমুখী হয়ে যায় তারা। গুলি, পাল্টা-গুলি উভয়পক্ষের তুমুল যুদ্ধ লেগে যায়। কিন্তু অতর্কিত হামলায় মুক্তিযোদ্ধারা অনেকাংশে অপ্রস্তুত হয়ে পড়ে। পাকহানাদাররা ধীরে ধীরে মুক্তিযোদ্ধাদের এলাকায় ঢুকে পড়ে। তারপরেও মুক্তিযোদ্ধারা যুদ্ধ চালিয়ে যেতে থাকে। সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়, যুদ্ধ চলতেই থাকে। বিকেল দিকে পাকবাহিনীর আক্রমণ আরো তীব্র আকার ধারণ করে। এর মধ্যে মুক্তিযোদ্ধাদের কমান্ডার আহত হলে যুদ্ধের গতি পালটে যায়। পাক হানাদাররা সশস্ত্র অবস্থায় কয়েকজন মুক্তিযোদ্ধাকে বন্দি করে বেয়নেট চার্জ করে হত্যা করে। সে যুদ্ধে শহীদ হয়েছিলেন জামাল উদ্দিন, ডা. আব্দুল আজিজ, ফজলুল হক, ইয়ার মামুদ, ভবতোষ চন্দ্র দাস, নূরুজ্জামান, দ্বীজেন্দ্র চন্দ্র বিশ্বাস। ২৭ জুলাই সন্ধ্যায় লেঙ্গুরার ফুলবাড়ি নামক স্থানে ভারত বাংলাদেশের সীমান্তে তাদের সমাহিত ও দাহ করা হয়।

কিভাবে যাবেন

ঢাকা থেকে নেত্রকোনা জেলা শহরে এসে সেখান থেকে মোটরসাইকেল রিজার্ভ নিয়ে বা অন্য কোন উপায়ে কমলাকান্দা উপজেলা হয়ে লেংগুরা বাজার পার হয়ে তারপর সাত শহীদের মাজারে যেতে পারবেন। নেত্রকোণা সদর থেকে দূরত্ব প্রায় ৪২ কিলোমিটার। অনেকেই নেত্রকোণার বিরিশিরি ভ্রমণে যান, সেই ক্ষেত্রে বিরিশিরি ঘুরে সেখান থেকেও লেঙ্গুরা যাওয়া যায়। বিরিশিরি থেকে দূরত্ব প্রায় ২০ কিলোমিটার। অথবা ঢাকার মহাখালী থেকে কমলাকান্দা যাওয়ার সরাসরি নাইট কোচ বাস আছে। কলমাকান্দা থেকে মোটরসাইকেল রিজার্ভ করে লেংগুরা হয়ে মাজারে যাওয়া যায়।

আশেপাশে কী দেখবেন

লেঙ্গুরা জায়গাটি বেশ সুন্দর। এখানে আছে আদিবাসী গারো হাজং সম্প্রদায়ের বসবাস। পুরো এলাকাটি ঘুরে দেখতে পারেন। গনেশ্বরীর নদীর সাথেই বেশ কিছু টিলা আছে, সেখানে ঘুরে দেখতে পারেন। টিলার উপর থেকে দূরে মেঘালয়ের পাহাড় সারি দেখতে বেশ ভাল লাগবে। এছাড়া এই লেঙ্গুরা বাজারের কাছে গনেশ্বরীর উপর একটি কাঠের ব্রিজ আছে, যা দেখতে বেশ সুন্দর।

কোথায় খাবেন

খেতে চাইলে লেঙ্গুরা বাজারে মোটামুটি মানের দেশীয় খাবারের হোটেল পাবেন। কমলাকান্দা বাজারেও বেশ কিছু দেশীয় খাবারের হোটেল আছে।

থাকবেন কোথায়

এখানে ভাল থাকার কোন জায়গা নেই। তাই দিনে গিয়ে দিনেই ফিরে আসা ভালো। আর থাকতে চাইলে নেত্রকোণা সদরে চলে আসতে হবে। নেত্রকোণায় সদরে মোটামুটি মানের বেশ কয়েকটি আবাসিক হোটেল আছে।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে সাত শহীদের মাজার

শেয়ার করুন সবার সাথে

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।