সন্তোষপুর রাবার বাগানটি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নে গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের তত্ত্বাবধানে সন্তোষপুর রাবার বাগান (Santoshpur Rubber Garden) থেকে প্রাকৃতিক উপায়ে গাছের কষ সংগ্রহ করে রাবার তৈরি করা হয়, যা বিদেশেও রফতানি করা হয়। অপূর্ব সন্তোষপুর বনাঞ্চল ১০৬ একর পাহাড়ি জায়গা জুড়ে বিস্তৃত। এছাড়া বনে শাল ও গজারিসহ নানা জাতের বৃক্ষ এবং বিরল প্রজাতির প্রায় পাঁচশতাধিক বানর রয়েছে।
সন্তোষপুর রাবার বাগান যাবার পথে বেড়িয়ে যেতে পারেন দুলমা গ্রামের দিপ্তি অর্কিডস্ বাগান থেকে। প্রায় ২৬ একর জায়গা জুড়ে স্থাপিত এই অর্কিড বাগান সারাবছর পাখির কলতানে মুখর থাকে। আরেকটু সময় থাকলে পায়ে হাঁটার দূরত্বে টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার গুপ্তবৃন্দাবন গ্রামে দেখে আসতে পারেন শতবর্ষী তমাল গাছ।
সন্তোষপুর রাবার বাগান যাবেন কীভাবে
নিজস্ব পরিবহনে কিংবা রেন্ট-এ কার নিয়ে সন্তোষপুর রাবার বাগানে গেলে ভ্রমণ সবচেয়ে সুবিধাজনক হবে। এছাড়া যদি বাসে যেতে চান তবে ঢাকার মহাখালী বাস স্ট্যান্ড থেকে ময়মনসিংহগামী বাসে চড়ে জনপ্রতি ২২০ টাকা ভাড়ায় ময়মনসিংহের আগে ফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড নামতে হবে। ফুলবাড়ীয়া থেকে অটো বা সিএনজি করে অর্কিড বাগান দেখতে যেতে পারেন কিংবা যদি সরাসরি সন্তোষপুর রাবার বাগান যেতে চান তবে ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের সামনে থেকে জনপ্রতি ৭০ থেকে ১০০ টাকা ভাড়ায় সিএনজি যোগে রাবার বাগানে যেতে পারবেন।
কোথায় থাকবেন
সাধারণত সন্তোষপুর রাবার বাগান দেখে দিনে গিয়ে দিনেই ঢাকা ফিরে আসা যায়। তবু প্রয়োজনে রাত্রি যাপন করতে চলে আসতে পারেন ময়মনসিংহ শহরে। শহরে বিভিন্ন মানের হোটেল থেকে আপনার জন্য ভাল হোটেল বেছে নিতে পারেন। তাছাড়া ভরসা করতে পারেন ময়মনসিংহের আমির ইন্টারন্যাশনাল অথবা হোটেল মুস্তাফিজ এর উপর।
কোথায় খাবেন
সন্তোষপুর রাবার বাগান দেখতে যাবার সময় হালকা খাবার সাথে নিয়ে যেতে পারেন কিংবা স্থানীয় দোকান বা খাবার হোটেল থেকে সাময়িক খাবার খেতে পারেন। এছাড়া ময়মনসিংহ শহরে প্রেসক্লাব ক্যান্টিনের মোরগ পোলাওয়ের স্বাধ চেখে দেখতে পারেন। এছাড়া ভাল মানের খাবারের জন্য হোটেল ধানসিঁড়ি ও হোটেল সারিন্দার বেশ সুনাম রয়েছে।
সন্তোষপুর রাবার বাগান ভ্রমণে পরামর্শ
সন্তোষপুর রাবার বাগানে প্রচুর বানর রয়েছে এদের দেখে অযথা ভয় পেয়ে আক্রমণ করবেন না। বানরগুলো আপনার কোলে ও কাঁধে উঠলেও আপনার কোন ক্ষতি করবে না এই বেপারে নিশ্চিত থাকুন। যথাসম্ভব বানরদের কিছু খাবার খেতে দিন।
ময়মনসিংহ শহরের কাছে আর যেখানে যেতে পারেন
- মুক্তাগাছা রাজবাড়ি বা মুক্তাগাছা জমিদার বাড়ি
- শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্ক
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বোটানিক্যাল গার্ডেন
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।