সাইরু হিল রিসোর্ট (Sairu Hill Resort), অবস্থান ও সৌন্দর্যের কথা চিন্তা করলে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর রিসোর্ট গুলোর একটি। বান্দরবান শহর থেকে ১৮ কিলোমিটার দূরে বান্দরবান-থানচি সড়কের চিম্বুক পাহড়ের আগে এর অবস্থান। প্রায় ১৮০০ ফুট উঁচু পাহাড় চূড়ায় নান্দনিক ডিজাইন, প্রকৃতির ছায়ায় সাজানো গুছানো পরিবেশ, চারপাশের সবুজ পাহাড় সারি, চোখের সামনে মেঘেদের আনাঘোনা, প্যানোরোমিক ভিউ এই সব কিছু আপনার সময়টুকু উপভোগ্য করে তুলবে। অত্যাধুনিক বিলাশবহুল এই রিসোর্টে আছে সকল ধরণের সুযোগ সুবিধা। আছে সুন্দর এক সুইমিংপুল। পরিবার, কাপল কিংবা হানিমুনের জন্যে আদর্শ হতে পারে সাইরু হিল রিসোর্ট।

সাইরু রিসোর্টে যাবার উপায়

সাইরুতে যেতে হলে প্রথমেই আপনাকে বান্দরবান যেতে হবে। বান্দরাবান থেকে তারপর সাইরু যেতে হবে। বান্দরবান যাওয়া যাবে কয়েকভাবেই।

বাস
ঢাকা টু বান্দরবান রুটে ঢাকার আরামবাগ, ফকিরাপুল, আব্দুল্লাহপুর ও সায়েদাবাদ থেকে এস. আলম, সৌদিয়া, ইউনিক, হানিফ, শ্যামলি, সেন্টমার্টিন পরিবহন, ডলফিন ইত্যাদি পরিবহনের বাস বান্দারবানের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসি ও নন-এসি জনপ্রতি এসব বাসের ভাড়া ৮০০ থেকে ১৮০০ টাকা। অথবা ঢাকা থেকে চট্রগ্রাম এসে তারপর চট্রগ্রামের বিআরটিসি টার্মিনাল বা দামপাড়া বাস স্ট্যান্ড থেকে ১০০-৩০০ টাকায় বাস ভাড়ায় বান্দরবান আসা যায়। চট্রগ্রাম থেকে প্রাইভেট কারে ২৫০০-৩৫০০ টাকায় বান্দরবান যেতে পারবেন।

ট্রেন
ঢাকা থেকে পর্যটক এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, সোনার বাংলা, সুবর্ণ এক্সপ্রেস, তূর্ণা নিশিতা, মহানগর প্রভাতি কিংবা মহানগর গোধূলি ট্রেনে করে চট্রগ্রাম আসা যায়। শ্রেণী ভেদে ট্রেন ভাড়া ৩৪৫ থেকে ১১৭৯ টাকা। চটগ্রাম এসে উপরে নিয়মে বান্দরবান যেতে পারবেন।

আকাশ পথ
এছাড়া বাংলাদেশ বিমান, নভোএয়ার, এয়ার অ্যাস্ট্রা ও ইউএস বাংলা ঢাকা থেকে সরাসরি চট্রগ্রাম ফ্লাইট পরিচালনা করে থাকে। আকাশপথে চট্রগ্রাম এসে সড়ক পথে উপরে উল্লেখিত উপায়ে বান্দরবান যেতে পারবেন।

বান্দরবান থেকে সাইরু যাবার উপায়ঃ
বান্দরবান শহর থেকে জীপ/চান্দের গাড়ি কিংবা সিএনজি দিয়ে সরাসরি সাইরু হিল রিসোর্টে যাওয়া যায়। ৪৫মিনিট থেকে ১ঘন্টার এই যাত্রার রিজার্ভ জীপ এর ভাড়া ২০০০-২৫০০ টাকা এবং সি এন জি ভাড়া ৮০০-১২০০ টাকা।

সাইরুতে থাকার খরচ

সাইরু রিসোর্টে থাকা ও খাওয়া দুটোই একটু খরচ বেশী। সাইরুতে থাকার জন্যে আছে ৪ ধরণের ২০টি কটেজ। কটেজ থেকে ভিউ আর নানাবিধ সুবিধা এই মিলিয়ে রয়েছে দামের পার্থক্য। দিনপ্রতি ভাড়া ১০,০০০ থেকে ১৭,০০০ টাকা। বিভিন্ন সময় বিভিন্ন উপলক্ষে ১০-৫০% থাকে ছাড়ের ব্যবস্থা থাকে। কবে কখন ডিসকাউন্ট থাকে তার জন্যে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেইজে চোখ রাখতে পারেন।

প্রিমিয়াম

 • ভাড়া ১৮,০০০ টাকা/প্রতি রাত।
 • সর্বোচ্চ ২ জন থাকা যাবে, সাথে ৮ বছরের ছোট ২জন বাচ্চা থাকতে পারবে।
 • কিং সাইজ বেড সহ ৬০০ স্কয়ার ফিটের রুম।
 • কাপল কিংবা ফ্যামিলি থাকার জন্যে।
 • শীতাতাপ নিয়ন্ত্রিত এইসব রুমে আছে এটাচড বাথ, প্রাইভেট বারান্দা ও নিরাপত্তার নিশ্চয়তা।
 • এক্সট্রা একটা বেড নেওয়া যাবে, এই জন্যে গুনতে হবে ১৫০০ টাকা।

এক্সিকিউটিভ

 • ভাড়া ১৬,০০০ টাকা/প্রতিরাত
 • সর্বোচ্চ ২ জন থাকা যাবে, সাথে ৮ বছরের ছোট ২জন বাচ্চা থাকতে পারবে।
 • এক্সট্রা একটা বেড নেওয়া যাবে ১৫০০টাকা দিয়ে।
 • কিং সাইজ বেড সহ ৫৭০ স্কয়ার ফিটের রুম।
 • কাপল কিংবা ফ্যামিলি থাকার জন্যে।
 • শীতাতাপ নিয়ন্ত্রিত এইসব রুমে আছে এটাচড বাথ, প্রাইভেট বারান্দা ও নিরাপত্তার নিশ্চয়তা।

সাঙ্গু ভিউ সাথে ছাদ

 • ভাড়া ১৫,০০০ টাকা/প্রতিরাত
 • সর্বোচ্চ ৩ জন থাকা যাবে। এক্সট্রা বেড নেওয়া যাবে না।
 • ১টা সিঙ্গেল বেড ও ১টা বাঙ্ক বেড।
 • শীতাতাপ নিয়ন্ত্রিত এইসব রুমে আছে এটাচড বাথ, প্রাইভেট বারান্দা ও নিরাপত্তার নিশ্চয়তা।
 • সাইজ ৩৪০ স্কয়ার ফিট।

সাঙ্গু ভিউ

 • ভাড়া ১৩,০০০ টাকা/প্রতিরাত
 • সর্বোচ্চ ৩ জন থাকা যাবে। এক্সট্রা বেড নেওয়া যাবে না।
 • ১টা সিঙ্গেল বেড ও ১টা বাঙ্ক বেড।
 • শীতাতাপ নিয়ন্ত্রিত এইসব রুমে আছে এটাচড বাথ, প্রাইভেট বারান্দা ও নিরাপত্তার নিশ্চয়তা।
 • সাইজ ৩৪০ স্কয়ার ফিট।

খাওয়া দাওয়া

সাইরুতেই রয়েছে নিজস্ব খাওয়া দাওয়ার ব্যবস্থা। আপনার পছন্দ মত খেতে পারবেন যে কোন কিছুই। আছে আদিবাসীদের স্পেশাল সব খাবার। মজাদার স্বাদের ব্যাম্বো চিকেনের স্বাদ নিতে চাইলে খেয়ে দেখতে পারেন।

সাইরু রিসোর্টে ডে আউট

বর্তমানে সাইরু রিসোর্টে কোন রুম বুকিং না করে ঘুরতে যাওয়া যায় না। তবে চাইলে সাইরু রিসোর্টের রেস্টুরেন্টে খাবার খাওয়ার জন্যে যেতে পারবেন। সেই ক্ষেত্রে যাবার ১ ঘন্টা পুর্বেই যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে। এবং উল্লেখ্য যে, সাইরু রেস্টুরেন্টে খেতে গেলেও সেখানে চারপাশ ঘুরে দেখার সুযোগ নেই। রেস্টুরেন্ট এরিয়া ছাড়া অন্য জায়গায় প্রবেশ করার সুযোগ পাবেন না।

আশেপাশের দর্শনীয় স্থান

যোগাযোগ

রুম বুকিং এর জন্যে সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে যোগাযোগ করুনঃ
মোবাইলঃ 01847417304, 01847417306-9
ইমেইলঃ reservation@sairuresort.com
Website | Facebook

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে সাইরু হিল রিসোর্ট

শেয়ার করুন সবার সাথে

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।