রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবনের বয়স প্রায় দেড়শত বছর। প্রাচীন ঐতিহাসিক এই লাল ভবনটি রাজবাড়ী জেলার একটি অন্যতম স্থাপত্য নিদর্শন। গোয়ালন্দ মহকুমার বাণীবহ এস্টেটের বাণীবহের জমিদার গিরিজা শংকর মজুমদার ভবনটিকে কাঁচারী ঘর হিসেবে ব্যবহার করতেন। ১৮৯২ সালে জমিদার গিরিজা শংকর মজুমদার এই লাল ভবনে গোয়ালন্দ মডেল হাই স্কুল প্রতিষ্ঠা করেন। আর রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়কে (Rajbari Government High School) বলা যায় শতাধিক বছরের পুরাতন গোয়ালন্দ মডেল হাই স্কুলের বর্তমান রূপ।

জানা যায়, ১৮৭১ সালে মাইনর স্কুলের মাধ্যমে চালু হওয়া এই প্রতিষ্ঠানটি ১৮৯২ সালে পূর্ণ রূপ লাভ করে। ১৮৯২ সালে জমিদার গিরিজা শংকর মজুমদার ও অভয় শংকর মজুমদার দি গোয়ালন্দ ইংলিশ হাই স্কুল নামে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে নাম পরিবর্তন করে গোয়ালন্দ মডেল হাই স্কুল রাখা হয়, যা বর্তমানে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় (Rajbari Government High School) নামে সুপরিচিত। দেড়শত বছরের পরিক্রমায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন ব্যবহারের অনুপযোগী ও পরিত্যক্ত হয়ে যায়। তবে বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঐতিহাসিক এই লাল ভবনকে রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের নানা উদ্যোগ গ্রহণ করেছে।

কিভাবে যাবেন

রাজধানী ঢাকার গাবতলি থেকে রাজবাড়ী পরিবহণ, রাবেয়া, সাউদিয়া কিংবা সপ্তবর্ণা পরিবহণের বাসে রাজবাড়ী যাওয়ার জনপ্রতি টিকেটের মূল্য ২৫০ টাকা। খরচ কমাতে চাইলে বিআরটিসি বাসে ১০০ টাকা ভাড়ায় পাটুরিয়া এসে ২৫ টাকা ভাড়ায় লঞ্চে নদী পার হয়ে পূনরায় ৩০ টাকা বাস ভাড়ায় রাজবাড়ী শহর পৌঁছাতে পারবেন। রাজবাড়ী জেলা সদরের যেকোন স্থান হতে রিকশা/অটোরিকশা নিয়ে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন দেখতে যেতে পারবেন।

কোথায় থাকবেন

রাজবাড়ী জেলায় কয়েকটি সরকারি ডাক বাংলো এবং বেশকিছু আবাসিক হোটেল রয়েছে। এদের মধ্যে হোটেল গ্র্যান্ড প্যালেস, হোটেল সমবায় রেসিডেন্সিয়াল, হোটেল পার্ক, হোটেল গোল্ডেন, গুলশান বোডিং, প্রাইম হোটেল ইত্যাদি উল্লেখযোগ্য।

কোথায় খাবেন

রাজবাড়ী জেলায় অবস্থিত বিভিন্নমানের হোটেল ও রেস্টুরেন্ট থেকে প্রয়োজনীয় খাবারের চাহিদা মেটাতে পারবেন। পান বাজারে অবস্থিত ভাদু শাহার দোকানের চমচম, রেলগেইটের হৈরা শাহের চপ এবং ঝালাই পট্টির কুলফি মালাই রাজবাড়ীর অধিক জনপ্রিয় খাবার।

ফিচার ইমেজ: ড. তারেক আনাম

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের লাল ভবন

শেয়ার করুন সবার সাথে

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।