২০১৩ সালে প্রায় ১১০০ একর জায়গা নিয়ে ঘাঘট নদীর দুই পাড়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রয়াস সেনা বিনোদন পার্ক (Proyash Shena Binodon Park) গড়ে তোলে। পার্কের বিশাল এলাকা জুড়ে রয়েছে বিভিন্ন ধরনের ওষুধি, বনজ এবং ফলজ বৃক্ষের সমাহার। আছে তিস্তা, করতোয়া ও যমুনা নামে গড়ে তোলা তিনটি পিকনিক স্পট।

প্রয়াস সেনা বিনোদন পার্কের অভ্যন্তরে আরো রয়েছে বিভিন্ন প্রতিকৃতি, কৃত্রিম সমুদ্রসৈকত, নৌ ভ্রমণের ব্যবস্থা, শিশুদের বিনোদন আয়োজন, মনোরম ছেঁড়া দ্বীপ এবং ফুলের বাগান। সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রয়াস সেনা বিনোদন পার্কে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সাজানো গোছানো প্রয়াস সেনা বিনোদন পার্কের আয়ের ৭৫ শতাংশই প্রতিবন্ধীদের কল্যাণে ব্যয় করা হয়।

কিভাবে যাবেন

রংপুর শহরের নিসবেতগঞ্জ রোডে প্রয়াস সেনা বিনোদন পার্ক অবস্থিত। রংপুর শহর থেকে প্রয়াস সেনা বিনোদন পার্ক যাওয়ার রিকশা, অটো এবং সিএনজি পাওয়া যায়।

ঢাকা থেকে বাসে রংপুর:
রাজধানী ঢাকার মোহাম্মদপুর, মহাখালী, গাবতলী এবং কল্যাণপুর থেকে রংপুর যাওয়ার এসি ও নন-এসি বাস যাতায়াত করে। ঢাকা থেকে রংপুর যেতে বাসের মানভেদে ৭০০ থেকে ১৩০০ টাকা ভাড়া লাগে।

প্রয়োজনে যোগাযোগ করতে পারেন:
গ্রিনলাইন পরিবহন: 88-02-9112287, 88-02-9133145, 01730060006
আলহামরা ট্র্যাভেলস: 88-02-9005612, 01721802031
মীম পরিবহন– 01911-013694, 01734422971
এস আর ট্র্যাভেলস: কল্যাণপুর – 01711394801, 88-02-9033793, গাবতলি – 88-02-9031226, মহাখালি – 01552-315831, উত্তরা – 01711-394804
কুড়িগ্রাম পরিবহন 01924469437, 01914856826

ঢাকা থেকে ট্রেনে রংপুর:
ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেস ট্রেন সোমবার ছাড়া সপ্তাহের ৬ দিন সকাল ৯ টা ১০ মিনিটে ছেড়ে যায় ও কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন বুধবার ছাড়া সপ্তাহের ৬ দিন রাত ০৮ টা ৪৫ মিনিট এ ছেড়ে যায়। এক্ষেত্রে জনপ্রতি টিকেটের ভাড়া শোভন চেয়ার ৪৭০-৫০৫ টাকা, স্নিগ্ধা ৯০৩-৯৬৬ টাকা, এসি সিট ১১৬২ টাকা ও এসি কেবিন ১৬৭২ টাকা।

থাকার জায়গা

রাত্রি যাপন করতে পারবেন রংপুরের বিভিন্ন আবাসিক হোটেলে। রংপুরে বিভিন্ন আবাসিক হোটেলে মৌসুমের চাহিদা অনুযায়ী মূল্য নেওয়া হয়ে থাকে।

হোটেল নর্থভিউ: 0521-55405, 0521-55406
পর্যটন মোটেল: 0521-62111
দি পার্ক হোটেল: 0521-65920
হোটেল গোল্ডেন টাওয়ার: 0521-65920
হোটেল তিলোত্তমা: 0521-63482, 01718938424
হোটেল কাশপিয়া: 0521-61111, 01977-227742

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে প্রয়াস সেনা বিনোদন পার্ক

শেয়ার করুন সবার সাথে

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।