প্রাচীন সভ্যতায় সমৃদ্ধ কুমিল্লা জেলার ঐতিহাসিক স্থাপনায় নতুন এক সংযোজন কোটবাড়ি এলাকার নব শালবন বিহার (Nobo Shalbon Bihar)। প্রায় আড়াই একর জায়গার উপর ১৯৯৫ সালের ৮ সেপ্টেম্বর নব শালবন বিহার ও বাংলাদেশ বুদ্ধিস্ট কালচারাল একাডেমী প্রতিষ্ঠা করা হয়। শৈল্পিক এই বৌদ্ধ উপাসনালয় দক্ষিন-পূর্ব এশিয়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম “শান্তি বিহার” হিসেবে পরিচিত। ২০১৪ সালে থাইল্যান্ডের বৌদ্ধ ধর্মীয় ফাউন্ডেশনের উপহার হিসেবে পাওয়া ধাতব পদার্থে তৈরি প্রায় ৬ টন ওজনের ৩০ ফুট উচ্চতার বৌদ্ধ মূর্তি স্থাপন করা হয় বিহারে।

নব শালবন বিহারে প্রবেশ করলে প্রথমেই সোনালি রঙের বিশাল বৌদ্ধ মূর্তিটি দেখা যায়। দিনের বেলায় সূর্যের আলোয় চকচক করা এই মূর্তি অনেক দূর থেকেই যে কারো নজরে পড়ে। মূর্তির পাশেই রয়েছে রাজকীয় ভাবে অবস্থানরত একই রঙের দুটি সিংহ। কারুকার্য মণ্ডিত এই মন্দিরের চারপাশে রয়েছে ৩ টি বড় ও ১ টি ছোট মটক। এছাড়াও রয়েছে মেডিটেশন সেন্টার, শালবন বিহার, এতিম খানা, লাইব্রেরী, জাদুঘর, সেমিনার ও আবাসিক হোস্টেল।

কিভাবে যাবেন

নব শালবন বিহারে যাওয়া জন্য প্রথমেই কুমিল্লা (Comilla) শহরে আসতে হবে। ঢাকা থেকে কুমিল্লা যেতে পারবেন ট্রেন বা বাসে। রেল পথে মহানগর গোধূলী, উপকূল এক্সপ্রেস, পাহারিকা এক্সপ্রেস ও তূর্ণা এর মতো ট্রেনে ঢাকা থেকে কুমিল্লা যাওয়া যায়।

সড়কপথে রয়্যাল কোচ, এশিয়া এয়ারকন, প্রিন্স, এশিয়া লাইন, তৃষা এর মতো নন এসি বা এসি বাসে ঢাকা থেকে কুমিল্লা যেতে পারবেন। অথবা চট্টগ্রাম বা ফেনিগামী যেকোনো বাসে উঠলেও কুমিল্লা যাওয়া যাবে। বাস ভেদে ভাড়া পড়বে ১৭০ থেকে ৩০০ টাকা। বাস থেকে কুমিল্লার কোটবাড়ি বাস স্ট্যান্ডে নেমে বাস স্ট্যান্ড থেকে সি এন জি বা রিক্সায় নব শালবন বিহার যাওয়া যাবে।

আবার কুমিল্লা শহরের জিরো পয়েন্ট থেকে নব শাল বন বিহার মাত্র ১৩ কিলো। জিরো পয়েন্ট থেকে বাস বা সি এন জি দিয়ে কান্দিরপাড় সড়ক দিয়ে কুমিল্লা-কোটবাড়ি রাস্তা হয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বামের রাস্তা দিয়ে এগোলেই নব শাল বনে পৌঁছে যাবেন।

প্রবেশমূল্য ও সময়সীমা

সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা থাকা নব শালবন বিহারে সর্ব সাধারণের জন্য প্রবেশ মূল্য ২০ টাকা। তবে সাথে DSLR ক্যামেরা থাকলে ৫০ টাকা এবং ভিডিও ক্যামেরা থাকলে ১০০ টাকা আলাদা করে অতিরিক্ত দিতে হবে।

কোথায় থাকবে

কুমিল্লায় রাত্রিযাপনের জন্য কান্দিরপাড়, শাসনগাছা ও ষ্টেশন রোডে বিভিন্ন মানের হোটেল রয়েছে। যেমন- হোটেল ভিক্টোরিয়া আবাসিক, আমানিয়া রেস্ট হাউজ, হোটেল ড্রিমল্যান্ড, মাসুম রেস্ট হাউজ, হোটেল মেলোডি, হোটেল নূর, হোটেল সোনালি ইত্যাদি।  

গুরুত্বপূর্ণ টিপস

  • নব শাল বন বৌদ্ধদের পবিত্র উপাসনালয় তাই অবশ্যই ধর্মীয় ভাব-গাম্ভির্যের পাশাপাশি শালীনতা বজায় রেখে চলবেন।
  • আশেপাশের পরিবেশ যথা সম্ভব পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন।

অন্যান্য দর্শনীয় স্থান

এই বৌদ্ধ মন্দিরটির সাথেই রয়েছে প্রত্নতাত্ত্বিক শালবন বিহার ও ময়নামতি জাদুঘর। এছাড়া এই কোটবাড়ি এলাকাতেই রয়েছে রুপবান মুড়া, ইটাখোলা মোড়া ও আনন্দ বিহার।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে নব শালবন বিহার

শেয়ার করুন সবার সাথে

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।