বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা ভোলায় নির্মাণ করা হয়েছে দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ অত্যাধুনিক মসজিদ নিজাম হাসিনা মসজিদ (Nizam Hasina Mosque)। ভোলা শহরের উকিল পাড়া নামক স্থানে প্রায় দেড় একর জমির উপর দ্বিতল এই মসজিদটি স্থাপন করেছে নিজাম-হাসিনা ফাউন্ডেশন। দৃষ্টিনন্দন কারুকাজ সম্বলিত অপূর্ব এই নিজাম হাসিনা মসজিদ নির্মাণে বিভিন্ন রঙয়ের মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। নিজাম হাসিনা মসজিদে রয়েছে পুরুষ ও নারীদের জন্য পৃথক অজুখানা এবং নামাজের আদায়ের স্থান। এই মসজিদে প্রায় দুই হাজার মুসল্লির একত্রে নামায আদায়ের সুযোগ রয়েছে। ২০১০ সালের জুন মাসে মসজিদের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয় এবং ২০১৬ সালে ৩০ ডিসেম্বর রোজ শুক্রবার নিজাম হাসিনা মসজিদটি নিয়মিত নামায আদায়ের উদ্দেশ্যে উদ্বোধন করা হয়।
নিজাম হাসিনা মসজিদে ৬০ ফুট উচ্চতা বিশিষ্ট একটি গম্বুজ রয়েছে। আর মসজিদে স্থাপিত মিনারের উচ্চতা ১২০ ফুট। ক্যালিগ্রাফি, আকর্ষণীয় ফোয়ারা এবং সাজানো ফুলের বাগান মসজিদের সৌন্দর্যকে আরো বহুগুণ বাড়িয়ে তোলেছে।
যেভাবে যাবেন
ঢাকার সদরঘাট কিংবা চট্টগ্রামের লক্ষীপুর মঝু চৌধুরী হাট হতে লঞ্চে চড়ে ভোলার ইলিশা ফেরি ঘাট নেমে টমটমে যোগে আর মাত্র ১০ কিলোমিটার পথ পাড়ি দিলেই নিজাম হাসিনা মসজিদ পৌঁছাতে পারবেন।
এছাড়া ঢাকা হতে লঞ্চে বরিশাল সদরঘাটে নেমে সেখান থেকে ভোলাগামী লঞ্চে ভেদুরিয়া ঘাট পর্যন্ত এসে অটোতে চড়ে ভোলা সদরের উকিল পাড়া এলাকায় নির্মিত নিজাম হাসিনা মসজিদে যাতে পারবেন। ঢাকা হতে বরিশাল লঞ্চের ডেকের ভাড়া ১৫০ টাকা। আর বরিশাল হতে ভেদুরিয়া ঘাটা আসতে ভাড়া লাগবে জনপ্রতি ৮০ টাকা এবং ভেদুরিয়া থেকে অটো ভাড়া জনপ্রতি ৪০ টাকা।
কোথায় থাকবেন
ভোলা সদরে দি পাপিলন হোটেল, হোটেল বে আইল্যান্ড এবং ক্রিস্টাল ইন নামের আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন আবাসিক হোটল রয়েছে।
ফিচার ইমেজ: Nurul Afsar Titu
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।