নীলফামারী সদর উপজেলা থেকে ৫ কিলোমিটার দূরে কুন্দু পুকুর ইউনিয়নে ইসলামের মহান সাধক মহিউদ্দিন চিশতির (রাঃ)-র মাজার অবস্থিত। স্থানীয়দের কাছে এই মাজার কুন্দ পুকুর মাজার (Kundo Pukur Majar) হিসেবে পরিচিত। সুদূর পারস্য থেকে ইসলাম ধর্ম প্রচারের উদ্দেশ্যে হযরত মহিউদ্দিন চিশতি (রাঃ) কুন্দু পুকুর এলাকায় আসেন এবং এখানেই তিনি পরলোক গমন করেন।
কুন্দ পুকুর মাজার কমপ্লেক্সে একটি মসজিদ, একটি হেফজখানা ও একটি বড় পুকুর রয়েছে। প্রতিবছর বাংলা বছরের মাঘ মাসের ৫ তারিখে এখানে বার্ষিক ওরশের আয়োজন করা হয়। তখন দূর দূরান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মুসলমানদের সমাগম ঘটে।
কিভাবে যাবেন
ঢাকা থেকে সড়ক ও রেলপথে নীলফামারি যাওয়া যায়। রাজধানীর কলেজগেট, গাবতলী ও মহাখালী থেকে সরাসরি নীলফামারী যাওয়ার বাস ছেড়ে যায়। আর কমলাপুর বা বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে নীলফামারী যেতে পারবেন। ঢাকা থেকে কম সময়ে যেতে চাইলে ডোমেস্টিক এয়ারলাইন্সে সৈয়দপুর গিয়ে নীলফামারী পৌঁছাতে পারবেন। নীলফামারী শহর থেকে স্থানীয় পরিবহনে চড়ে কুন্দু পুকুর মাজার যাওয়া যায়।
কোথায় থাকবেন
নীলফামারী জেলার আবাসিক হোটেলের মধ্যে হোটেল প্রিমিয়ার, রনি ড্রিম, শিশির হোটেল, অবকাশ হোটেল, আর রহমান ও নাভানা রেস্ট হাউজ উল্লেখযোগ্য।
কোথায় খাবেন
নীলফামারীতে তাজিন উদ্দিন গ্র্যান্ড হোটেল, দারুচিনি ক্যাফে, হোটেল টিপ টপ, হোটেল স্টার, হোটেল আকবরিয়া ও হোটেল রহমতিয়া সহ অসংখ্য খাবার হোটেল ও রেস্টুরেন্ট আছে।
নীলফামারী জেলার দর্শনীয় স্থান
নীলফামারী জেলার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রেলওয়ে কারখানা, নীলসাগর, তিস্তা ব্যারেজ ও চিনি মসজিদ অন্যতম।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।