ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার বারোবাজারে এক গম্বুজ বিশিষ্ট দৃষ্টিনন্দন জোড় বাংলা মসজিদ (Jor Bangla Masjid) বা জোড়া ঢিবি মসজিদের অবস্থান। মসজিদের কারুকার্য ও স্থাপত্যশিল্প মুসলিম সভ্যতা ও উৎকর্ষতার এক অন্যতম নিদর্শন হিসাবে গন্য করা যায়। ধারণা করা হয়, ৮০০ হিজরি সনে আলাউদ্দিন হুসাইন শাহের পুত্র শাহ সুলতান মাহমুদ জোড় বাংলা মসজিদ প্রতিষ্ঠা করেন। বহু বছর আগে এই স্থানে থাকা এক জোড়া কুঁড়ে ঘর বা জোড়া দীঘির সেকারণেই মসজিদের এমন নামকরণ করা হয়েছে।

প্রায় ১১ ফুট উচু ভিতের উপর ছোট ছোট পাতলা ইটের গাঁথুনিতে বর্গাকৃতির এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদের পূর্ব পাশে তিনটি খিলান সংযুক্ত প্রবেশ পথ, চারকোণায় আটকোণ বিশিষ্ট ৪টি কারুকার্যমণ্ডিত বুরুজ এবং পশ্চিম দিকের দেয়ালে অর্ধবৃত্তাকার পোড়ামাটির নকশাকৃত তিনটি মেহরাব রয়েছে। মসজিদের কেন্দ্রীয় মেহরাব তথা পশ্চিম দিকের দেওয়ালের ফুল-পাতার কারুকাজ বেশ আকর্ষণীয়। জোড় বাংলা মসজিদের সাথে ডুমুরিয়ার সারসনগর, অভয়নগরের শুভারাদা মসজিদ ও বাগেরহাটের বিবি কেরানী মসজিদের নির্মাণ শৈলীর সাদৃশ্য লক্ষ করা যায়।

জোড় বাংলা মসজিদের কাছে কয়েকটি কবর ও উত্তর দিকে সুলতান মাহমুদ শাহের শাসনামলে খননকৃত অন্ধপুকুর নামক একটি দিঘী রয়েছে। মুসল্লীদের ওজু ও পানীয় জলের প্রয়োজন মেটাতে পুকুরটি খনন করা হয়েছিল। নির্মাণের কয়েক বছর পরই জোড় বাংলা মসজিদ জঙ্গলে ঢাকা পড়ে যায়। ১৯৯২-৯৩ সালে বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খননের মাধ্যমে মসজিদটি আবিষ্কৃত হয়। বর্তমানে মসজিদের বেশকিছু অংশ সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়েছে। স্থানীয় মুসল্লীরা এই মসজিদে নিয়মিত নামায আদায় করেন।

কিভাবে যাবেন

ঢাকার গাবতলী থেকে রয়েল, সোনার তরী, এসবি পরিবহণ, জেআর পরিবহণ, চুয়াডাঙ্গা, হানিফ, দর্শনা ও পূর্বাশা ডিলাক্স প্রভৃতি বাসে ঝিনাইদহ যাওয়া যায়। ঝিনাইদহ থেকে বাস বা সিএনজিতে যশোর-ঝিনাইদহ মহাসড়ক হয়ে বারোবাজারে যেতে পারেন। বারোবাজার থেকে রিক্সায় জোড় বাংলা মসজিদ পৌছানো যায়।

কোথায় থাকবেন

ঝিনাইদহ শহরে অবস্থিত আবাসিক হোটেলের মধ্যে হোটেল রাতুল, হোটেল রেডিয়েশন, হোটেল জামান, নয়ন হোটেল, ক্ষণিকা রেস্ট হাউজ ও হোটেল ড্রিম ইন অন্যতম।

কোথায় খাবেন

বারোবাজারে সাধারণ মানের খাবারের দোকান আছে। আর ঝিনাইদহ শহরের পায়রা চত্বরের কাছে ক্যাফে কাশফুল, কস্তুরি হোটেল, অজয় কিচেন, লিজা ফাস্ট ফুড, ইং কিং চাইনিজ, রূপসী বাংলা রেস্তোরা, সুইট হোটেল ও আহারের মতো ভালমানের হোটেল ও রেস্তোরাঁ রয়েছে।

ঝিনাইদহ জেলার দর্শনীয় স্থান

ঝিনাইদহের অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে বারোবাজার, নলডাঙ্গা রাজবাড়ী রিসোর্ট, মিয়ার দালান ও জোহান ড্রিম ভ্যালী পার্ক উল্লেখযোগ্য।

ফিচার ইমেজ: মুখলেসুর রহমান

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে জোড় বাংলা মসজিদ

শেয়ার করুন সবার সাথে

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।