বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নে প্রায় ৮০ একর জায়গার উপর কয়েকটি প্রাচীন ধর্মীয় স্থাপনা সংগঠিত হয়ে যোগীর ভবণ (Jogir Bhaban) গড়ে উঠেছে। আনুমানিক ৮৮৪ খ্রিস্টাব্দে নির্মিত যোগীর ভবণের পুরো এলাকা প্রাচীর বেষ্টিত এবং একটি দেওয়াল দিয়ে দুই ভাগে বিভক্ত।
যোগীর ভবণের প্রাঙ্গণে একটি আশ্রম, ৪টি মন্দির, কানচ কূপ, একটি ইদারা, ধর্মটঙ্গী ও অগ্নিকুণ্ড ঘর রয়েছে। সর্বমঙ্গলা, দুর্গা, কালভৈরবী ও গোরক্ষনাথ নামের ৪টি মন্দিরের মধ্যে সর্বমঙ্গলা মন্দিরটি ইট ও পোড়ামাটির ফলক দ্বারা অলংকৃত একটু ব্যতিক্রর্মী নকশাকৃত। যদিও এই মন্দির নির্মাণের কোন সুনির্দিষ্ট উদ্দেশ্য জানা যায়নি। কথিত আছে, বাংলার কিংবদন্তী নায়িকা বেহুলার মৃত স্বামী লখিন্দর এখানকার কানচ কূপের পানির মাধ্যমে জীবন ফিরে পেয়ে ছিলেন।
কিভাবে যাবেন
ঢাকা থেকে বাস, ট্রেন ও নিজস্ব পরিবহন ব্যবস্থায় বগুড়া যাওয়া যায়। রাজধানী ঢাকার গাবতলী, মহাখালী, শ্যামলী, আব্দুল্লাপুর ও কল্যানপুর থেকে শ্যামলী, এস আর ট্র্যাভেলস, হানিফ এন্টার প্রাইজ, আগমনী এক্সপ্রেস, মানিক এক্সপ্রেস, নাবিল পরিবহন ও আল হামরা পরিবহনের বাসে বগুড়ায় যেতে পারবেন। বাসভেদে ভাড়া পড়বে ৪৫০ থেকে ১১০০ টাকা। আবার ঢাকার কমলাপুর থেকে ট্রেনে লালমনি বা রংপুর এক্সপ্রেসে বগুড়া যেতে পারবেন। বগুড়া থেকে যোগীর ভবণের দূরত্ব মাত্র ১৭ কিলোমিটার। বগুড়া পৌঁছে সিএনজি বা অটো রিকশায় বগুরা-কোটলাল রোড দিয়ে যোগীর ভবণ পৌছানো যায়।
কোথায় থাকবেন
বগুড়ায় অবস্থিত বিভিন্ন আবাসিক হোটেলের মধ্যে পর্যটন মোটেল, হোটেল নাজ গার্ডেন, মম ইন, সেঞ্চুরি মোটেল, হোটেল সিয়েস্তা, আকবরিয়া গ্র্যান্ড হোটেল ও নর্থওয়ে মোটেল উল্লেখযোগ্য।
কোথায় খাবেন
যোগীর ভবণে যাওয়ার পথে মদিনা হোটেল, কাঁচা লঙ্কা ও বিসমিল্লাহ ইত্যাদি খাবার হোটেল সহ বেশকিছু চায়ের দোকান নজরে পড়বে। এছাড়া বগুড়া শহরে সাথী হোটেল এন্ড রেস্টুরেন্ট, মায়ের দোয়া হোটেল, অতিথি গার্ডেন রেস্টুরেন্ট, চাপ কর্নার ও হোটেল সাফিনার মতো বেশকিছু হোটেল ও রেস্টুরেন্ট রয়েছে। সুযোগ বুঝে অবশ্যই বগুড়া শহরের বিখ্যাত দইয়ের স্বাদ নিতে ভুল করবেন না।
বগুড়ার অন্যান্য দর্শনীয় স্থান
বগুড়ার অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে মহাস্থানগড়, খেরুয়া মসজিদ, গোকুল মেধ, রানী ভবানীর পিতৃালয় ও ভীমের জাঙ্গাল উল্লেখযোগ্য।
ফিচার ইমেজ: কবির হোসাইন
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।