রাজশাহী বিভাগের জয়পুরহাট জেলায় অবস্থিত হিন্দা-কসবা শাহী জামে মসজিদ (Hinda – Kasba Shahi Mosque) বাংলাদেশের ইসলামী স্থাপত্য শিল্পের একটি অন্যতম নিদর্শন। জয়পুরহাট জেলা শহর থেকে মাত্র ১৫ কিলোমিটার দূরে ক্ষেতলালের হিন্দা গ্রামে মসজিদটির অবস্থান। কাচ, চিনামাটি এবং মোজাইকের মাধ্যমে মসজিদের দেয়ালে মোগল স্থাপত্য শিল্পের অনুকরনে বিভিন্ন নকশা ফুটিয়ে তোলা হয়েছে, যা আগত দর্শনার্থীদের কাছে মসজিদটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। বাগমারী পীর হিসাবে সুপরিচিত হযরত আবদুল গফুর চিশতি (রঃ) চিরকুমার ছিলেন। তিনি জয়পুরহাট জেলায় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান তৈরী করে গেছেন। হিন্দা-কসবা শাহী জামে মসজিদ হযরত আবদুল গফুর চিশতি (রঃ)-এর নকশায় খলিফা আবদুল খালেক চিশতির তত্বাবধানে বাংলা ১৩৬৫ সালে নির্মাণ করা হয়।
হিন্দা-কসবা শাহী জামে মসজিদের কক্ষের দৈর্ঘ্য ৪৯.৫০ ফুট এবং প্রস্থ ২২.৫০ ফুট। ইসলামের ৫ টি স্তম্ভের অনুকরণে মসজিদে ৫ টি গম্বুজ তৈরি করা হয়েছে। আর মসজিদের উত্তর দিকে রয়েছে ৪০ ফুট উচ্চতার একটি মিনার। এছাড়া হিন্দা-কসবা শাহী জামে মসজিদের পাশেই ৪ জন সুফি-সাধকের মাজার রয়েছে।
হিন্দা-কসবা শাহী জামে মসজিদ কীভাবে যাবেন
হিন্দা-কসবা শাহী জামে মসজিদ যেতে চাইলে প্রথমে জয়পুরহাট (Joypurhat) শহরে আসতে হবে। গাবতলি, মহাখালী, আব্দুল্লাহপুর, শ্যামলী এবং কল্যাণপুর থেকে শাহ্ ফতেহ আলী পরিবহণ, সেইন্টমার্টিন ট্রাভেলস, শ্যামলী পরিবহন এন আর, এস আর ট্রাভেল এবং হানিফ সহ বেশ কয়েকটি পরিবহণের বাস সার্ভিস ঢাকা হতে জয়পুরহাটের উদ্দেশ্যে যাত্রা করে। এসি, নন-এসি এসব বাসের ভাড়া ৬০০ টাকা থেকে ১২০০ টাকা পর্যন্ত। এছাড়া ঢাকার কমলাপুর কিংবা বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন থেকে নিলসাগর এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, কুরিগ্রাম এক্সপ্রেস, ও পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে জয়পুরহাট যেতে পারবেন। এক্ষেত্রে জনপ্রতি টিকেটের ভাড়া শোভন চেয়ার ৩৯০ টাকা, স্নিগ্ধা ৭৪২ টাকা ও এসি সিট ৮৯২ টাকা।
ঢাকা হতে জয়পুরহাট বাস টার্মিনালে পৌঁছে অন্য বাসে চড়ে ১৫ টাকা ভাড়ায় ক্ষেতলালের ইটাখোলায় এসে সেখান থেকে ১০-১৫ টাকা রিকশা ভাড়ায় হিন্দা-কসবা শাহী জামে মসজিদ যেতে পারবেন।
জয়পুরহাট কোথায় থাকবেন
জয়পুরহাট শহরের থানা রোডে হোটেল সৌরভ ইন্টাঃ, হোটেল জাহান আরা ইন্টাঃ, জসিম রেসিডেন্সিয়াল হোটেল, পৃথিবী হোটেল, হোটেল বৈশাখী রেসিডেন্সিয়াল ইত্যাদি ছাড়াও আরো বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে।
জয়পুরহাট কোথায় খাবেন
জয়পুরহাটে বিভিন্ন মানে চাইনিজ এবং বাংলা খাবারের রেস্টুরেন্ট রয়েছে। এদের মধ্যে ক্যাফে অরেঞ্জ চাইনিজ রেস্টুরেন্ট, বিসমিল্লা হোটেল এন্ড রেস্টুরেন্ট, রুচিটা রেস্টুরেন্ট এন্ড চাইনিজ, মিনা, প্রিন্স রেস্টুরেন্ট ইত্যাদি উল্লেখযোগ্য।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।