প্রচলিত ভ্রমণ স্থানের বাইরে চিত্তবিনোদনের উদ্দেশ্যে সময় কাটানোর জন্য রাজধানী ঢাকা আশেপাশের জেলায় অবস্থিত রিসোর্টগুলো বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। নরসিংদী জেলার মাধবদীর নওপারায় অবস্থিত তেমনি এক রিসোর্টের নাম হেরিটেজ রিসোর্ট (Heritage Eco Resort)। ঢাকা সিলেট মহাসড়ক ধরে ৪০ কিলোমিটার রাস্তা এগুলেই এ রিসোর্টে পৌঁছে যাবেন। প্রায় ১৫০ বিঘা জায়গা জুড়ে নির্মিত হেরিটেজ রিসোর্টে অতিথিদের অবকাশ যাপনের সুবিধার্থে রয়েছে আধুনিক কটেজ, ওয়াটার ভিলা, পুল ভিলা, ওয়েভ বিচ, সুইমিং পুল, জীম, স্পা, মাল্টি কুজিন রেস্টুরেন্ট, কনভেনশন সেন্টার, কনফারেন্স হল, কালচারাল হল সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা।
সবুজে মোড়ানো হেরিটেজ রিসোর্টকে ঘিরে তৈরি লেকে রয়েছে বোট রাইডিং ও ফিশিংয়ের ব্যবস্থা। এছাড়া ছোট বাচ্চাদের জন্য আছে কিডস জোন, কিডস ওয়াটার জোন, ভার্চুয়াল রিয়েলিটি গেইমস জোন এবং খেলার মাঠ সহ নানা আয়োজন। রিসোর্ট ঘুরে দেখতে চাইলে পাওয়া যাবে ক্লাব কার সুবিধা। আর যদি প্রিয়জনের সাথে পূর্ণিমা রাতে সময় কাটাতে চান তবে রিসোর্টের মুন সিন কর্নারে একান্তে জোছনার সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
হেরিটেজ রিসোর্টের খরচ
হেরিটেজ রিসোর্টে বৃহস্পতি থেকে শনিবার এবং যেকোন ছুটির দিনে ডে লং প্যাকেজের মূল্য ২৩০০ টাকা (জনপ্রতি)। আর রবি থেকে বুধবার পর্যন্ত ডে লং প্যাকেজের মূল্য ২০০০ টাকা (জনপ্রতি)। ডে লং প্যাকেজের সাথে রিসোর্টে প্রবেশ, ওয়েলকাম ড্রিংকস, সকালের নাস্তা, দুপুরের ব্যুফে লাঞ্চ, ইভেনিং স্ন্যাকস এবং সুইমিং পুল সুবিধা যুক্ত আছে। বছরের বিভিন্ন সময় হেরিটেজ রিসোর্টে বিভিন্ন ডিসকাউন্ট অফার চালু থাকে। অফার সম্পর্কিত তথ্য জানতে যোগাযোগ করুন +8801404-404854 নাম্বারে।

হেরিটেজ রিসোর্টে রাত্রিযাপনের জন্য তালতলা ভিলেজ, ভিলা’স এবং ওয়াটার কটেজ এই তিনটি ক্যাটাগরির রুম রয়েছে। প্রতিরাতের জন্য তালতলা ভিলেজ ক্যাটাগরির রুম নিতে ভাড়া লাগবে ৮,৫০০ টাকা, প্রতিরাতের জন্য ভিলা’স ক্যাটাগরির রুম নিতে ভাড়া লাগবে ১১,০০০ টাকা এবং ওয়াটার কটেজে রুম নিতে ভাড়া লাগবে ১৩,০০০ টাকা। রুম ভাড়ার সাথে ভ্যাট এবং সার্ভিস চার্জ প্রযোজ্য।
যোগাযোগ
বাগান বাড়ি, মাধবদী, নরসিংদী
ফোন: 09617-181818
মোবাইল: 01404-404853, 01733-086314, 01755-677149
ওয়েবসাইট: www.heritageresortbd.com
ফেইসবুক: www.facebook.com/heritageResortz
কিভাবে যাবেন
নিজস্ব পরিবহণ কিংবা ঢাকার মহাখালী, সায়েদাবাদ, কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসিংদী যাওয়া আসা করে। বনানী হতে পিপিএল সুপার এবং গুলিস্থান হতে মেঘালয় লাক্সারি বাসে হেরিটেজ রিসোর্ট এন্ড স্পাতে যেতে পারবেন।
কমলাপুর রেলওয়ে ষ্টেশন হতে আন্তঃনগর এগারসিন্দুর কিংবা মহানগর ট্রেনে করে নরসিংদী যেতে পারবেন। ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী লোকাল ট্রেনে করেও নরসিংদী যাওয়া যায়। নরসিংদী রেলস্টেশন থেকে বাস কিংবা সিএনজিচালিত অটোরিকশায় চড়ে হেরিটেজ ইকো রিসোর্ট যেতে হবে। আর লোকাল ট্রেনে ভ্রমণ করলে নরসিংদী স্টেশন ছাড়াও ঘোড়াশাল স্টেশনে নেমে সেখান থেকে বাসে করে হেরিটেজ রিসোর্ট চলে যেতে পারেন।
এছাড়া ঢাকা টু সিলেট মহাসড়কে কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়ীয়া ও সিলেটগামী বাসে হেরিটেজ রিসোর্টের কাছে নামতে পারবেন। কাঁচপুর অথবা টঙ্গী থেকে কালীগঞ্জ, ঘোড়াশাল হয়ে নরসিংদী যেতে এক থেকে দেড় ঘণ্টা সময় লাগে।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।