পাবনা জেলা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে সুজানগর উপজেলায় অবস্থিত গাজনার বিল (Gajnar Bil) একটি গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান। বিলের প্রায় মাঝ দিয়ে দুই ভাগে বিভক্ত করে একটি সরু পাকা রাস্তা চলে গেছে। রাস্তার দুইপাশে আছে দিগন্ত বিস্তৃত পানির রাজ্য। বর্ষাকালে গাজনার বিলের এই রাস্তায় পানি যেন উপচে যেতে চায়। অপূর্ব এই বিলকে ঘিরে নানান প্রজাতির পাখি ও স্থানীয় জেলেদের জীবন আবর্তীত হয়। বলা যায় এখানকার প্রকৃতি ও অর্থনীতি অনেকটাই এই গাজনার বিল কেন্দ্রিক।
সুজানগর উপজেলার ১০টি ইউনিয়নের ছোট-বড় ১৬টি বিলের যুক্ত হয়ে প্রায় সাত একর আয়তনের গাজনার বিলের সৃষ্টি। বাদাই স্লুইজ গেট পদ্মা নদী ও গাজনার বিলকে একত্রে যুক্ত করেছে। শুকনো মৌসুমে বিলটি শুকিয়ে গেলে ধান ও পেয়াজের চাষ করা হয়। বিলের তাজা মাছ কেনা কিংবা খেয়া নৌকায় চড়ে বিলের সৌন্দর্য উপভোগের জন্য প্রকৃতিপ্রেমীদের গাজনার বিলে চলে অবাধ আনাগোনা।
কিভাবে যাবেন
ঢাকার গাবতলী থেকে পাবনা এক্সপ্রেস, সি-লাইন, সরকার ট্রাভেল, শ্যামলী ইত্যাদি বেশ কয়েকটি পরিবহণের বাস পাবনার উদ্দেশ্যে ছেড়ে যায়। বাস ভেধে জনপ্রতি ভাড়া লাগবে ৪১০-৭০০ টাকা। পাবনাগামী বাসে বিরাহিমপুর বা চব্বিশ মাইল নামক স্থানে নেমে ভ্যান বা অন্য কোন স্থানীয় পরিবহণে চড়ে দূর্গাপুর বা বোয়ালিয়া বটতলা চলে আসুন। বটতলা থেকে ঘন্টা প্রতি ৩০০-৪০০ টাকা কিংবা ১৫০০ থেকে ২০০০ টাকায় সারাদিনের জন্য নৌকা ভাড়া করে গাজনার বিল ঘুরতে পারবেন।
অথবা পাবনা জেলা শহর থেকে সুজানগর উপজেলায় এসে সিএনজি ভাড়া করে ৭ কিলোমিটার দূরে খয়রান ব্রিজ সংলগ্ন গাজনার বিল আসতে পারবেন।
কোথায় থাকবেন
পাবনা থেকে চাইলে দিনে গিয়ে সন্ধ্যার মধ্যে ফিরে আসতে পারবেন। পাবনা থেকে রাত ১২ টা পর্যন্ত ঢাকাগামী বাস চলাচল করে। পাবনায় থাকার জন্য বেশকিছু বিভিন্ন মানের এসি, নন-এসি আবাসিক হোটেল পাবেন। প্রয়োজনে নিচের হোটেলগুলোতে যোগাযোগ করতে পারেন: হোটেল প্রবাসী ইন্টার ন্যাশনাল (01749-148685), হোটেল শিলটন (0731-62006, 1712-433249), হোটেল পার্ক (0731-64096), প্রাইম গেস্ট হাউস (0731-65701, 0731-66901), স্বাগতম হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট (0731-64029, 0731-65861), ছায়ানীড় হোটেল (0731-66100, 0731-65390), মিড নাইট মুন চাইনিজ রেস্টুরেন্ট (0731-65787)
কোথায় খাবেন
পাবনা আব্দুল হামিদ রোডে বেশ কিছু খাবার হোটেল রয়েছে এর মধ্যে স্বাগতম হোটেল এন্ড চাইনিজ রেস্টুরেন্ট, ছায়ানীড়, মিড নাইট মুন চাইনিজ রেস্টুরেন্ট উল্লেখযোগ্য।
ফিচার ইমেজ: হানজালা হোসাইন
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।