লক্ষ্মীপুর জেলার কমলনগরের হাজিরহাটের কাছে কমরেড তোয়াহা স্মৃতিসৌধ (Comrade Toaha Smriti Soudho) অবস্থিত। কমলনগর অতীতে কমলনগর রামগতির দক্ষিণ অঞ্চল হিসেবে পরিচিত ছিল। কমরেড মোহাম্মদ তোয়াহা একজন ভাষা সৈনিক এবং তৎকালীন সময়ে রামগতি ও কমলনগরের নির্বাচিত সদস্য ছিলেন। তিনি অত্র অঞ্চলের মানুষের জন্য অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন। ভাষা সৈনিক মোহাম্মদ তোয়াহার অবদানকে স্মরণীয় করে রাখতে তাঁকে উৎসর্গ করে তোয়াহা স্মৃতি বালিকা বিদ্যালয় এবং কমরেড তোয়াহা স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।

কিভাবে যাবেন

রাজধানী ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রীনল্যান্ড এক্সপ্রেস, রয়েল কোচ, হিমাচল এক্সপ্রেস,  ইকোনো, মিয়ামি, আল বারাকা, জোনাকি সার্ভিস বা ঢাকা এক্সপ্রেস বাসে লক্ষ্মীপুর যাওয়া যায়। লক্ষ্মীপুর থেকে হাজির হাট বাজারের উত্তর পাশে তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে অবস্থিত কমরেড তোয়াহা স্মৃতিসৌধে যেতে পারবেন।

কোথায় থাকবেন

লক্ষ্মীপুরের উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে এন আর গেস্ট হাউজ, স্টার গেস্ট হাউজ, সেন্টমার্টিন আবাসিক, হোটেল ইউনিক, হোটেল নূর, সোনার বাংলা গেস্ট হাউজ, হোটেল আব-ই-হায়াত ও স্টার গেস্ট হাউজ অন্যতম।  

কোথায় খাবেন

লক্ষ্মীপুর শহরের মেইন রোডের কাছে বিভিন্ন মানের রেস্তোরাঁ, ফাস্টফুড শপ ও চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে। বাঙ্গালী খাবারের জন্য তৃপ্তি হোটেল, হোটেল রাজ মহল, নিউ লক্ষ্মী, গ্র্যান্ড হোটেল, কুটুম বাড়ি, আব্বাস আলী রেস্টুরেন্ট, মোহাম্মদীয়া হোটেল বা ফুড গার্ডেন উল্লেখযোগ্য।

লক্ষ্মীপুর জেলার অন্যান্য দর্শনীয় স্থান

লক্ষ্মীপুরের দর্শনীয় স্থানের মধ্যে মতিরহাট সৈকত, খোয়াসাগর দীঘি, জ্বীনের মসজিদ, চর আলেকজান্ডার ও দালাল বাজার জমিদার বাড়ি অন্যতম।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

ম্যাপে কমরেড তোয়াহা স্মৃতিসৌধ

শেয়ার করুন সবার সাথে

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।