লক্ষ্মীপুর জেলার কমলনগরের হাজিরহাটের কাছে কমরেড তোয়াহা স্মৃতিসৌধ (Comrade Toaha Smriti Soudho) অবস্থিত। কমলনগর অতীতে কমলনগর রামগতির দক্ষিণ অঞ্চল হিসেবে পরিচিত ছিল। কমরেড মোহাম্মদ তোয়াহা একজন ভাষা সৈনিক এবং তৎকালীন সময়ে রামগতি ও কমলনগরের নির্বাচিত সদস্য ছিলেন। তিনি অত্র অঞ্চলের মানুষের জন্য অনেক জনকল্যাণমূলক কাজ করেছেন। ভাষা সৈনিক মোহাম্মদ তোয়াহার অবদানকে স্মরণীয় করে রাখতে তাঁকে উৎসর্গ করে তোয়াহা স্মৃতি বালিকা বিদ্যালয় এবং কমরেড তোয়াহা স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে।
কিভাবে যাবেন
রাজধানী ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে গ্রীনল্যান্ড এক্সপ্রেস, রয়েল কোচ, হিমাচল এক্সপ্রেস, ইকোনো, মিয়ামি, আল বারাকা, জোনাকি সার্ভিস বা ঢাকা এক্সপ্রেস বাসে লক্ষ্মীপুর যাওয়া যায়। লক্ষ্মীপুর থেকে হাজির হাট বাজারের উত্তর পাশে তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছে অবস্থিত কমরেড তোয়াহা স্মৃতিসৌধে যেতে পারবেন।
কোথায় থাকবেন
লক্ষ্মীপুরের উল্লেখযোগ্য আবাসিক হোটেলের মধ্যে এন আর গেস্ট হাউজ, স্টার গেস্ট হাউজ, সেন্টমার্টিন আবাসিক, হোটেল ইউনিক, হোটেল নূর, সোনার বাংলা গেস্ট হাউজ, হোটেল আব-ই-হায়াত ও স্টার গেস্ট হাউজ অন্যতম।
কোথায় খাবেন
লক্ষ্মীপুর শহরের মেইন রোডের কাছে বিভিন্ন মানের রেস্তোরাঁ, ফাস্টফুড শপ ও চাইনিজ রেস্টুরেন্ট রয়েছে। বাঙ্গালী খাবারের জন্য তৃপ্তি হোটেল, হোটেল রাজ মহল, নিউ লক্ষ্মী, গ্র্যান্ড হোটেল, কুটুম বাড়ি, আব্বাস আলী রেস্টুরেন্ট, মোহাম্মদীয়া হোটেল বা ফুড গার্ডেন উল্লেখযোগ্য।
লক্ষ্মীপুর জেলার অন্যান্য দর্শনীয় স্থান
লক্ষ্মীপুরের দর্শনীয় স্থানের মধ্যে মতিরহাট সৈকত, খোয়াসাগর দীঘি, জ্বীনের মসজিদ, চর আলেকজান্ডার ও দালাল বাজার জমিদার বাড়ি অন্যতম।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।