চান্দামারী মসজিদ (Chandamari Mosque) কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার মন্ডলপাড়ায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। রাজারহাট উপজেলা সদর থেকে চান্দামারী মসজিদটির দূরত্ব ৪ কিলোমিটার। সুলতানী এবং মোগল স্থাপত্যের সমন্বয়ে তৈরী মসজিদটিতে তিন গম্বুজ রয়েছে। এছাড়া চান্দামারী মসজিদটিতে রয়েছে তিনটি দৃষ্টিনন্দন মেহরাব। মসজিদের গায়ে কোন শিলালিপি না থাকায় চান্দামারী মসজিদটি ১৫৮৪ থেকে ১৬৮০ খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে নির্মিত বলে ধারণা করা হয়।

কিভাবে যাবেন

রাজধানী ঢাকার শ্যামলি অথবা কল্যাণপুর থেকে এস-বি, নাবিল, হানিফ এবং শ্যামলী পরিবহণের বাস সরাসরি কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। এসব বাসে চড়ে অথবা দেশের যেকোন স্থান থেকে কুড়িগ্রাম বাস স্ট্যান্ড পৌঁছে রিকশা বা অটোরিকশা ভাড়া করে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে যে কাউকে বললে চান্দামারী মসজিদটি দেখিয়ে দেবে।

কোথায় থাকবেন

কুড়িগ্রামে বেশকিছু বিভিন্ন মানের আবাসিক হোটেল রয়েছে। কুড়িগ্রামের ঘোষপাড়া এবং কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে কয়েকটি ভাল মানের হোটেল রয়েছে। কুড়িগ্রামের আবাসিক হোটেলের মধ্যে উল্লেখ্যযোগ্য হোটেল হচ্ছে হোটেল আকাশ, মেসার্স হোটেল ডিকে (01712-123171), মেসার্স হোটেল স্মৃতি (01719-028411), মেসার্স হোটেল মেহেদী (01711-348910), মেসার্স হোটেল আরজি, মেসার্স হোটেল নিবেদিকা (01717-058295), মেসার্স হোটেল অর্ণব প্যালেস (01740-571006), মেসার্স হোটেল বসুন্ধরা (0581-61507), মেসার্স মিতা রেস্ট হাউস।

কোথায় খাবেন

কুড়িগ্রামের মাছের খ্যাতি আছে দুনিয়াজোড়া তাই এখানে এসে বিভিন্ন রকম মাছ টেস্ট করে দেখতে পারেন। এছাড়া খাবারের জন্য কুড়িগ্রামে সাধারণ মানের খাবার হোটেল রয়েছে।

কাছাকাছি ভ্রমণের জায়গা

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।