ময়মনসিংহ জেলা শহরের প্রাণকেন্দ্রে ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত বিপিন পার্ক (Bipin Park) প্রায় ২০০ বছরের পুরাতন এক ঐতিহ্যবাহী বিনোদন কেন্দ্র। ঐতিহ্যের ভগ্নদশার সংস্কার করে সীমিত পরিসরে থিমপার্ক রূপে কংগ্রেস জুবিলি রোডে পার্কটিকে পূনঃনির্মাণ করা হয়েছে। বিপিন পার্কে নতুন করে নির্মাণ করা হয়েছে দৃষ্টিনন্দন ঝর্ণা, বিভিন্ন স্থাপনা, ফুলের বাগান, পায়ে হাটা পথ, সীমানা প্রাচীর ও বসার বেঞ্চ।
কিভাবে যাবেন
ঢাকা থেকে এনা, আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ, শৌখিন কিংবা নিরাপদ পরিবহনের বাসে করে ২৬০ টাকা ভাড়ায় ময়মনসিংহ যেতে পারবেন। ঢাকা থেকে ময়মনসিংহ যেতে আড়াই থেকে তিন ঘণ্টা সময় লাগে।
ঢাকা থেকে ট্রেনে ময়মনসিংহ ভ্রমণ করতে চাইলে তিস্তা এক্সপ্রেস (সকাল ৭ঃ৩০), মোহনগঞ্জ এক্সপ্রেস (দুপুর ০১ঃ১৫), যমুনা এক্সপ্রেস (বিকেল ০৪ঃ৪৫), ব্রহ্মপুত্র (সন্ধ্যা ০৬ঃ১৫) এবং হাওর এক্সপ্রেস (রাত ১০ঃ১৫) এইসব ট্রেনের যে কোনটায় আপনার সময় ও পছন্দমত ট্রেনে সরাসরি ময়মনসিংহ যেতে পারবেন। শ্রেণীভেদে ভাড়া ১২০ থেকে ২৭১ টাকা। যেতে সময় লাগবে ৩ থেকে ৪ ঘন্টা।
ময়মনসিংহ রেলওয়ে ষ্টেশন বা বাস টার্মিনাল থেকে রিকশা, সিএনজি কিংবা ইজিবাইকে বিপিন পার্ক যেতে পারবেন।
কোথায় থাকবেন
ঢাকা ও ময়মনসিংহের আশেপাশের জেলা থেকে দিনে গিয়ে দিনেই ফিরে আসার সুযোগ রয়েছে। প্রয়োজনে ময়মনসিংহ শহরে অবস্থিত হোটেল আমির ইন্টারন্যাশনাল, হোটেল আল হেরা, হোটেল মোস্তাফিজ, সিলভার ক্যাসেল, রিভার প্যালেস, হোটেল আসাদ, ঈশা খাঁ এবং হোটেল নিরালায় যোগাযোগ করতে পারেন।
কোথায় খাবেন
ময়মনসিংহের ভালমানের খাবার হোটেলের মধ্যে সারিন্দা, হোটেল খন্দকার, ধান সিড়ি, সেভেন ইলেবেন, হোটেল মিনার, রোম থ্রি এবং ময়মনসিংহ প্রেস ক্লাব কেন্টিন ইত্যাদি উল্লেখযোগ্য। আর সময় সুযোগ থাকলে ময়মনসিংহের ঐতিহ্যবাহী মালাইকারী, গুড়ের সন্দেশ, মুক্তাগাছার মন্ডা এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের খাঁটি দই খেয়ে দেখতে পারেন।
ফিচার ইমেজ: শুভ্র সীমান্ত
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।