গোপালগঞ্জ জেলার আড়পাড়া গ্রামে বিল রুট ক্যানেল খালের কাছে আড়পাড়া মুন্সীবাড়ি (Arpara Munsi Bari) অবস্থিত। প্রায় ৫০ বছর থেকে ৬০ বছর পুরাতন দোতলা এই বাড়িটি স্থানীয়ভাবে মর্যাদাসম্পন্ন ও প্রভাবশালী মুন্সী পরিবার তৈরী করেন। আড়পাড়া মুন্সীবাড়ি বর্তমানে জরাজীর্ণ ও পরিত্যাক্ত অবস্থায় রয়েছে এবং বাড়ির মালিক অন্যত্র বসবাস করছেন।
আড়পাড়া মুন্সীবাড়ির ভগ্নদশাও তৎকালীন সময়ের আভিজাত্যকে মনে করিয়ে দেয়। অবহেলায় দরজা জানালাহীন বাড়ির বিভিন্ন অংশে গজিয়ে উঠেছে ছোট বড় গাছপালা। বর্তমানে এই পরিত্যক্ত বাড়িটি নানা প্রজাতি পাখি ও হাজার হাজার বাদুড়ের আবাসস্থলে পরিণত হয়েছে।
কিভাবে যাবেন
গোপালগঞ্জ জেলা শহর থেকে নিমতলী মোড় পেড়িয়ে আরো কিছুটা এগিয়ে গেলে আড়পাড়া মুন্সীবাড়ি পৌঁছে যাবেন। এছাড়া টেকেরহাট-গোপালগঞ্জ মহাসড়কের পাশে আড়পাড়া গ্রামে এসে বিল রুট ক্যানেল পাড়ি দিয়েও আড়পাড়া মুন্সীবাড়ি যাওয়া যায়।
কোথায় থাকবেন
গোপালগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্রে থাকার জন্য হোটেল পলাশ, হোটেল রানা (02-6685172), হোটেল তাজ, হোটেল সোহাগ (0668-61740), হোটেল রিফাত এবং হোটেল শিমুল নামে বেশ কয়েকটি সাধারণ মানের আবাসিক হোটেল রয়েছে। ধরণ এবং মান অনুযায়ী এসব হোটেলে রুম ভাড়া ৪০০ থেকে ১২০০ টাকা পর্যন্ত। এছাড়া থাকার জন্যে আছে গোপালগঞ্জের জেলা পরিষদ কটেজ, (যোগাযোগ: প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ফোন: 0668-61204) এবং গোপালগঞ্জ সার্কিট হাউজ (ডেপুটি কালেক্টর, ফোন: 02-6685234, 02-6685565)।
ফিচার ইমেজ: মাহবুবুর রহমান
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।