বাংলাদেশে আন্তর্জাতিক মানের ক্রুজ জাহাজে ভ্রমণের নতুন অভিজ্ঞতা প্রদানের উদ্দেশ্যে চট্টগ্রাম পতেঙ্গা থেকে সেন্টমার্টিন নৌরুটে চালু হয়েছে বিলাসবহুল এমভি বে ওয়ান ক্রুজ শিপ। পাঁচ তারকা মানের MV Bay One জাহাজের আছে প্রেসিডেন্সিয়াল সুইট, সুইমিংপুল, কনফারেন্স হল, আন্তর্জাতিক মানের রেস্টুরেন্ট, ড্যান্স বার, বাংকার ব্যাড কেবিন, টুইন বেড কেবিন সহ নানান রকম আধুনিক সুযোগ সুবিধা। প্রেসিডেন্ট স্যুট, কেবিন ও সাধারণ আসন মিলিয়ে প্রায় দুই হাজার আসন। অপারেটিং ক্রু রয়েছেন ১৭ জন ও যাত্রীসেবায় আছে ১৫০ জন স্টাফ।

জাহাজের সময়সূচী

আবহাওয়া ভালো থাকলে প্রতিবছর নভেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত চলাচল করে এমভি বে ওয়ান। এ বছর ডিসেম্বর ১৪ জানুয়ারি থেকে নিয়মিত পর্যটক নিয়ে যাবে এমভি বে ওয়ান ক্রুজ। শুরুতে চট্টগ্রামের পতেঙ্গা নেভাল বীচ (১৫ নং ঘাট এর পাশে) ওয়াটার বাস টার্মিনাল থেকে সপ্তাহে ৩দিন ও সেন্টমার্টিন জেটি ঘাট থেকে সপ্তাহে ৩দিন চলাচল করবে।

চট্টগ্রামের পতেঙ্গা থেকে রাত ১০টায় ছেড়ে যায়, সকাল ৭টায় সেন্টমার্টিন পৌঁছায়। সেন্টমার্টিন থেকে সকাল ১১টায় ছেড়ে সন্ধ্যা ৭টায় পতেঙ্গা পৌঁছায়। প্রতি বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সেন্টমার্টিন যাওয়ার শিডিউল থাকে। এছাড়া সপ্তাহের সোমবার সহ আরও একদিন যাওয়া আসা করে।

টিকেট মূল্য

বে ওয়ান ক্রুজ শীপের বেশ কয়েকটি প্যাকেজ আছে। প্যাকেজ ও ক্লাস অনুযায়ী বর্তমান আপডেট ভাড়া (২০২১) নিচে দেওয়া হলো।

যাওয়া ও আসা সহ টিকেট মূল্য (Round Trip – Up and Down):

ClassTicket Price (TK) Complimentary
Economy4,000x
Business5,400x
Open Deck6,500x
Bunker Bed8,000x
VIP Presidential (2 Person)40,000x
Royal (2 Person)55,000Breakfast, Dinner
VVIP Cabin (2 Person)60,000Breakfast, Dinner
Family Bunker Cabin (4 Person)60,000Breakfast, Dinner
VIP Presidential Plus (4 Person)60,000x
The Emperor’s Cabin (2 Person)60,000Breakfast, Dinner

শুধমাত্র যাওয়া অথবা আসার টিকেট মূল্য (One Way Ticket Price)

ClassTicket Price (TK) Complimentary
Economy2200x
Business3000x
Open Deck4000x
Bunker Bed4400x
VIP Presidential (2 Person)24000x
Royal Cabin (2 Person)33000x
VVIP Cabin (2 Person)35000x
Family Bunker Cabin (4 Person)35000x
VIP Presidential Plus (4 Person)35000x
The Emperor’s Cabin (2 Person)35000x
BAY ONE TICKET PRICE PACAKGE 2021 -2022

একই পরিবার অথবা একই সঙ্গে ভ্রমণ কারি দের কেবিনে ভ্রমণে নির্ধারিত সংখ্যার চেয়ে অতিরিক্ত যাত্রীদের ( যদি থাকে) জন্য আলাদা করে টিকেট কাটতে হবে। ৫ বছরের কম বয়সী শিশু সম্পূর্ণ বিনামূল্যে ভ্রমণ করতে পারবে।

বুকিং ও যোগাযোগ

বুকিং ও বিস্তারিত যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন নিচের নাম্বার গুলোতে।

চট্টগ্রাম অফিস: 01870 732594
ঢাকা অফিস: 01870 732598 এবং 01870 732591
কক্সবাজার অফিস: 01870-73259৫
ফেসবুক: www.fb.com/MVBAYONECruise

আরও পড়ুনঃ সেন্টমার্টিনের সকল জাহাজ ভাড়া, বুকিং ও দরকারি তথ্য

MV Bay One শীপের কিছু তথ্য

জাহাজের নাম: এম ভি বে ওয়ান / M V Bay One
পুর্ব নাম: সালভিয়া মারু
প্রস্তুতকারক: মিৎস্যুবিশি হেভি ইন্ডাস্ট্রিজ, কোবেই, জাপান।
IMO: 9054080
কলিং কোড: JG5174
MMSI No: 431100403
দৈর্ঘ্য: ১২১ মিটার
প্রস্থ: ১৫ মিটার
ড্রাফট: ৫.৩ মিটার
গ্রস টন: ৪৯৯২
ডেডওয়েট: ১২৩৬ টন।
এভারেজ স্পিড: ১৬.১ নটিক্যাল মাইল/ঘন্টা।
সর্বোচ্চ স্পিড: ২৪ নটিক্যাল মাইল/ ঘন্টা।

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।