ময়মনসিংহ বাংলাদেশের অষ্টম বিভাগীয় শহর ও কনিষ্ঠতম সিটি কর্পোরেশন। বাংলাদেশের প্রধান শহরগুলোর মধ্যে ময়মনসিংহ অন্যতম। মোগল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন, তাঁর নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। রাজধানী ঢাকা (Dhaka) থেকে বাস এবং ট্রেনে ময়মনসিংহ (Mymensingh) যাওয়া যায়। সড়ক পথে ঢাকা হতে ময়মনসিংহ এর দূরত্ব ১১২কিলোমিটার ও রেলপথে ময়মনসিংহ এর দূরত্ব ১২৩ কিলোমিটার।

ঢাকা থেকে ময়মনসিংহ (বাস)

রাজধানী ঢাকার মহাখালী থেকে ঢাকা টু ময়মনসিংহ রুটের বিভিন্ন পরিবহন এর নন-এসি বাস নিয়মিত চলাচল করে। বাসে ঢাকা থেকে ময়মনসিংহ যেতে সময় লাগবে প্রায় ২ঘণ্টা ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা। 

বাসের ধরনভাড়া 
নন-এসি বাস২৬০ টাকা  

ঢাকা থেকে ময়মনসিংহগামী নন-এসি বাসের মধ্যে রয়েছে এনা, আলম এশিয়া, শামীম এন্টারপ্রাইজ, সৌখিন, নিরাপদ পরিবহন ইত্যাদি। 

ঢাকা থেকে ময়মনসিংহ (ট্রেন)

ঢাকা থেকে ট্রেনে ময়মনসিংহ যেতে চাইলে কমলাপুর অথবা বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস, অগ্নিবীনা এক্সপ্রেস, মোহনগঞ্জ এক্সপ্রেস, যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র ও হাওর এক্সপ্রেস ট্রেনে করে যাত্রা করতে পারেন। ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেন ভাড়া ১২০ থেকে ৩২২ টাকা পর্যন্ত হয়ে থাকে।

ট্রেনের নাম ছাড়ার সময় পৌছায়সাপ্তাহিক বন্ধ 
তিস্তা এক্সপ্রেসসকাল ০৭ঃ৩০ বেলা ১০ঃ২৩ সোমবার
অগ্নিবীনা এক্সপ্রেসসকাল ১১ঃ০০ দুপুর ০১ঃ৫৫ 
মোহনগঞ্জ এক্সপ্রেসদুপুর ০১ঃ১৫ বিকাল ০৪ঃ০৮ সোমবার
যমুনা এক্সপ্রেসবিকাল ০৪ঃ৪৫ রাত ০৮ঃ১০ 
ব্রহ্মপুত্রসন্ধ্যা ০৬ঃ১৮ রাত ০৯ঃ৩০ 
হাওর এক্সপ্রেসরাত ১০ঃ১৫ রাত ০১ঃ৪৭ বুধবার 

ঢাকা টু ময়মনসিংহ ট্রেন টিকেটের মূল্য

ক্লাস ভাড়া 
এসি সিট ৩২২ টাকা
প্রথম শ্রেণী ১৮৫ টাকা
স্নিগ্ধা ২৭১ টাকা
শোভন চেয়ার১৪০ টাকা 
শোভন ১২০ টাকা 

ঢাকা থেকে ময়মনসিংহ জেলা খুব কাছে হওয়ায় একদিনে ময়মনসিংহ জেলার দর্শনীয় স্থান গুলো ঘুরে দেখা যায়। এ সম্পর্কে জানতে পড়ুন একদিনে ময়মনসিংহ জেলার দর্শনীয় স্থানের ভ্রমণ গাইড

ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে

শেয়ার করুন সবার সাথে

ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।