বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর। এটি বরিশাল বিভাগের অন্তর্গত ও একই সাথে জেলা ও বিভাগীয় সদর দপ্তর। বাংলার ভেনিস বলে খ্যাত বরিশাল (Barisal) কীর্তনখোলা নদীর তীরে মোগল আমলে স্থাপিত লবণচৌকি গিরদে বন্দর কে কেন্দ্র করে গড়ে ওঠে। দেশের খাদ্যশস্য উৎপাদনের একটি মূল উৎস এই বৃহত্তর বরিশাল। বরিশালে একটি নদীবন্দর রয়েছে যেটি দেশের অন্যতম প্রাচীন, দ্বিতীয় বৃহত্তম ও গুরুত্বপূর্ণ নদীবন্দর। রাজধানী ঢাকা (Dhaka) থেকে বরিশালে বাস, লঞ্চ এবং বিমানে আসা যায়। সড়ক পথে বরিশালের দূরত্ব ২৪০ কিলোমিটার ও নৌ পথে সদরঘাট থেকে বরিশালের দূরত্ব ১৭৮ কিলোমিটার।
ঢাকা থেকে বাসে বরিশাল
রাজধানী ঢাকার গাবতলী, সায়েদাবাদ ও আব্দুল্লাহপুর থেকে ঢাকা থেকে বরিশাল রুটের বিভিন্ন পরিবহনের এসি ও নন-এসি বাস চলাচল করে। বাসে ঢাকা থেকে বরিশাল যেতে ৭-৮ ঘণ্টা সময় লাগে।
বাসের ধরন | ভাড়া |
নন-এসি বাস | ৪৫০ – ৬০০ টাকা |
এসি বাস | ৮০০-১,৩০০ টাকা |
ঢাকা থেকে বরিশালগামী এসি, নন-এসি বাসের মধ্যে রয়েছে হানিফ এন্টারপ্রাইজ, দিগন্ত পরিবহন, সাকুরা পরিবহন, ইতি এন্টারপ্রাইজ ও ঈগল পরিবহন সহ আরো বেশ কয়েকটি কোম্পানির বাস।
ঢাকা থেকে লঞ্চে বরিশাল
ঢাকা থেকে লঞ্চে বরিশাল যেতে চাইলে সদরঘাট হতে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া যেকোন লঞ্চে যাতায়াত করতে পারেন। ঢাকা থেকে বরিশাল গামী ভালো সার্ভিসের লঞ্চগুলো হলো –
লঞ্চের নাম |
এম ভি মানামী |
এডভেঞ্চার ১ |
কীর্তনখোলা ২ ও ১০ |
সুন্দরবন ১০ ও ১১ |
সুরভী ৮ ও ৯ |
পারাবত ৯, ১০, ১১ ও ১২ |
গ্রিন লাইন |
ঢাকা থেকে বরিশাল লঞ্চ টিকেটের মূল্য
ক্লাস | ভাড়া |
ডেক (Deck) | ২৫০ – ৩০০ টাকা |
সিঙ্গেল কেবিন (Single Cabin) | ১,২০০ – ১,৪০০ টাকা |
ডাবল কেবিন (Double Cabin) | ২,২০০ – ২,৫০০ টাকা |
ফ্যামিলি কেবিন (Family Cabin) | ২,৮০০ – ৩,৫০০ টাকা |
ভি আই পি কেবিন (VIP Cabin) | ৫,০০০ – ৯,০০০ টাকা |
ঢাকা থেকে বিমানে বরিশাল
ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, নভো এয়ার ও ইউ এস বাংলা এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করে থাকে। বিমানে করে বরিশাল পৌছাতে সময় লাগবে প্রায় ৪৫ মিনিট।
ঢাকা থেকে বরিশাল বিমান টিকেটের মূল্য
বিমান সংস্থা | সর্বনিন্ম ভাড়া | সর্বোচ্চ ভাড়া |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ৩,৩০৫ টাকা | ৩,৫০০ টাকা |
নভো এয়ার | ৩,৬৯৯ টাকা | ৩,৬৯৯ টাকা |
ইউ এস বাংলা এয়ারলাইন্স | ৩,৬৩০ টাকা | ৭,৫৯৬ টাকা |
বিমান ভাড়া সব সময় ভ্রমণের তারিখ অনুযায়ী পরিবর্তিত হয়। ভ্রমণ তারিখের নূন্যতম মাসখানেক আগে বিমানের টিকেট কাটলে সাধারণত ভাড়া কিছুটা কমে। আবার ভ্রমণের তারিখের খুব কাছাকাছি সময়ে টিকেট কাটলে অনেকক্ষেত্রে টিকেটের স্বাভাবিক মূল্যের চেয়ে দ্বিগুণ বা তিনগুণ অর্থ ব্যয় করতে হয়।
প্রত্যেক ইকোনমি ক্লাসের যাত্রী ২০ কেজি পরিমাণ চেক কৃত এবং ৭ কেজি কেবিন লাগেজ হিসাবে মালামাল বহন করতে পারবেন। আর বিজনেস ক্লাসের যাত্রীগণ বহন করতে পারবেন ৩০ কেজি এবং ৭ কেজি মালামাল। নির্ধারিত পরিমাণের চাইতে বেশী মালামাল পরিবহন করতে চাইলে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের নিয়মানুসারে অতিরিক্ত ফি প্রদান করতে হবে।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।