রাজধানী ঢাকার মতিঝিল থেকে ভারতের দার্জিলিং ও সিকিম যাওয়ার সরাসরি বাস সার্ভিস চালু হতে যাচ্ছে। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) সূত্র মতে আগামী ১২ ডিসেম্বর এই সার্ভিসের ট্রায়াল রান যাত্রা শুরু হবে বলে জানা গেছে।
১২ ডিসেম্বর রাজধানীর মতিঝিল থেকে দুইটি বাস সিকিম ও দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেবে। পাঁচ দিন পর আগামী ১৬ ডিসেম্বর বাসগুলো বাংলাদেশে ফিরে আসবে।
ঢাকা-সিকিম রুটের বর্তমান অবস্থা, পর্যটক সুবিধা অসুবিধা এবং নিয়মিত বাস চালু করতে সমস্ত সম্ভাবনা নির্নয়ে ১২ ডিসেম্বরের এই ট্রায়াল রানটি কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করছেন কতৃপক্ষ। জানা গেছে ট্রায়াল রানে যাওয়া বাসগুলোতে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কারিগরি টিম উপস্থিত থাকবেন।
ঢাকা থেকে সিকিমের গ্যাংটকে যেতে বাসগুলোকে পাড়ি দিতে হবে প্রায় ১১৪০ কিলোমিটার। নতুন এই বাস সার্ভিস চালু হলে ভ্রমণকারীরা ভারতের দার্জিলিং ও সিকিমের মতো আকাঙ্ক্ষিত দুটি পর্যটন গন্তব্যে আগের চেয়ে অনেক সহজ ও আরামদায়ক উপায়ে যাতায়াত করতে পারবেন।
উল্লেখ্য, ২০১৮ সালে বাংলাদেশ থেকে প্রায় সাড়ে ২২ লাখ পর্যটক ভারতে গমন করেন।
ফিচার ইমেজ: মোঃ তুষার
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।