বাংলাদেশ রেলওয়ে ১৯৯৪ সাল থেকে কম্পিউটার ভিত্তিক টিকেটিং সিস্টেম চালু করে। বর্তমানে ১০৪টি আন্তঃনগর ট্রেনের টিকেট ৭৭টি স্টেশনে কম্পিউটারের মাধ্যমে ইস্যু করা হচ্ছে। দৈনিক প্রায় ৯০ হাজার ও মাসিক প্রায় ২৭ লাখ যাত্রীর টিকিট কম্পিউটারের মাধ্যমে ইস্যু করা হয়। মোট টিকিটের ৫০ শতাংশ প্রায় ১৩ লাখ টিকিট অনলাইন এর মাধ্যমে দেওয়া হয়। বর্তমানে সহজ-সিনেসিস-ভিনসেন জেভি (Shohoz-Synesis-Vinsen JV) যৌথভাবে টিকিটিং সিস্টেম পরিচালনা করবে। নতুন এই সিস্টেম এ অনলাইনে ট্রেনের টিকেট কাটা যাবে শুধু ওয়েবসাইটের মাধ্যমে।
ওয়েবসাইট থেকে ট্রেনের টিকেট কাটার নিয়ম
অনলাইনে ট্রেনের টিকেট কাটার জন্য প্রথমেই আপনাকে www.eticket.railway.gov.bd এই ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশান করে নিতে হবে।
রেজিস্ট্রেশান প্রক্রিয়া
মোবাইল অথবা কম্পিউটার এই দুই মাধ্যমে রেজিস্ট্রেশান সম্পন্ন করতে পারেন। এর জন্য আপনাকে যেকোন ওয়েব ব্রাউজার চালু করে এই www.eticket.railway.gov.bd ঠিকানায় প্রবেশ করে ডানপাশে Register বাটনে ক্লিক করতে হবে।

Register বাটনে ক্লিক করার পর রেজিস্ট্রেশান এর জন্য নতুন একটি পেইজ আসবে।
এখানে আপনার সম্পূর্ণ নাম, ই-মেইল, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, জাতীয়পরিচয় পত্রের নাম্বার/জন্ম নিবন্ধন নাম্বার, পোস্টাল কোড ও ঠিকানা দিয়ে SIGN UP বাটনে ক্লিক করুন।

কিছুক্ষণের মধ্যেই আপানার দেয়া মোবাইল নাম্বার এ একটি ছয় সংখ্যার Verification Code পাঠানো হবে। এই কোড দিয়ে Continue বাটনে ক্লিক করুন। ভেরিফিকেশন শেষে, স্বয়ংক্রীয়ভাবে আপনার প্রোফাইলে লগ ইন হয়ে যাবে।

টিকেট কাটার প্রক্রিয়া
টিকেট ক্রয় করার জন্য www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে আপনার মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে LOGIN করুন।

অনলাইনে ট্রেনের টিকেট কাটার সময়
অনলাইনে ট্রেনের টিকেট যাত্রার পাঁচ (৫) দিন আগে কাটতে হয়। অনলাইনে ঘরে বসে ট্রেনের টিকেট
কাটতে চাইলে সকাল ০৮ঃ০১ থেকে রাত ১১ঃ৪৪ পর্যন্ত যেকোন সময়ে টিকেট কাটতে পারবেন।
ট্রেন এর সীট নির্বাচন ও মূল্য পরিশোধ
আপনার যাত্রা শুরুর স্টেশন, গন্তব্য স্টেশন, যাত্রার তারিখ ও টিকেট এর শ্রেণী নির্বাচন করে Find Ticket এ ক্লিক করুন।

আপানার পছন্দমত ট্রেন নিশ্চিত হয়ে এর টিকেট এর জন্য View Seat এ ক্লিক করুন।

একজন যাত্রী একসাথে সর্বোচ্চ ৪ টি টিকেট ক্রয় করতে পারবেন। বাম পাশে থাকা বক্স থেকে পছন্দমত Seat এ ক্লিক করে Continue Purchase বাটনে ক্লিক করুন।

এর পরেই আপনাকে টিকেটের মূল্য ভ্যাট ও সার্ভিস চার্জ সহ জানিয়ে নতুন একটি পেজ আসবে। সবকিছু ঠিক থাকলে টিকেট ক্রয় করার জন্য মোবাইল ব্যাংকিং অথবা ডেবিট কার্ড নির্বাচন করে Confirm Purchase বাটনে ক্লিক করুন। আপনার টিকেটের মূল্য পরিশোধ হওয়ার ৩০ মিনিটের মধ্যেই একটি নিশ্চিতকরন বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার টিকেট সফলভাবে নিশ্চিত করা হয়েছে। এরপর Print your ticket now! বাটনে ক্লিক করে টিকেট প্রিন্ট করে নিতে পারবেন।

টিকেট সম্পর্কিত তথ্যের জন্য যোগাযোগ
টিকেট সম্পর্কিত যেকোন তথ্যের জন্য যোগাযোগ করুন এই ঠিকানায়
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।