রাজধানী ঢাকা থেকে প্রায় সব জেলাতেই সরাসরি বাসে যাতায়াত এর সুবিধা আছে। ব্যক্তিগত কাজের প্রয়োজনে হোক অথবা আমোদ ভ্রমণের জন্য হলেও আমাদের অনেক সময় বাসে যাতায়াত করতে হয়। আপনার ভ্রমণকে আরও স্বাচ্ছন্দ্যময় করতে ঢাকা থেকে ৬৪ জেলার আন্তঃজেলা ও দূরপাল্লার সকল রুটের বাস ভাড়ার বর্তমান তালিকা নিচে দেওয়া হলো।
আমরা চেষ্টা করি সময়সময় আপডেটেড তথ্য তুলে ধরতে। তারপরেও জ্বালানি তেলের দাম উঠানামা ও অন্য অনেক কারণে ভাড়াও পরিবর্তন হয়। তাই কোন রুটের সর্বশেষ টিকেট মূল্য কেনার সময় যাচাই করে নিবেন। আর ভাড়ার এই তালিকা যদি কোথাও আপডেট করার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
ভ্রমণ সংক্রান্ত যে কোন তথ্য ও আপডেট জানতে ফলো করুন আমাদের ফেসবুক পেইজ এবং জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে।
শেয়ার করুন সবার সাথে
ভ্রমণ গাইড টিম সব সময় চেষ্টা করছে আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে। যদি কোন তথ্যগত ভুল কিংবা স্থান সম্পর্কে আপনার কোন পরামর্শ থাকে মন্তব্যের ঘরে জানান অথবা আমাদের সাথে যোগাযোগ পাতায় যোগাযোগ করুন।
দৃষ্টি আকর্ষণ : যে কোন পর্যটন স্থান আমাদের সম্পদ, আমাদের দেশের সম্পদ। এইসব স্থানের প্রাকৃতিক কিংবা সৌন্দর্য্যের জন্যে ক্ষতিকর এমন কিছু করা থেকে বিরত থাকুন, অন্যদেরকেও উৎসাহিত করুন। দেশ আমাদের, দেশের সকল কিছুর প্রতি যত্নবান হবার দায়িত্বও আমাদের।
সতর্কতাঃ হোটেল, রিসোর্ট, যানবাহন ভাড়া ও অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তন হয় তাই ভ্রমণ গাইডে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে মিল না থাকতে পারে। তাই অনুগ্রহ করে আপনি কোথায় ভ্রমণে যাওয়ার আগে বর্তমান ভাড়া ও খরচের তথ্য জেনে পরিকল্পনা করবেন। এছাড়া আপনাদের সুবিধার জন্যে বিভিন্ন মাধ্যম থেকে হোটেল, রিসোর্ট, যানবাহন ও নানা রকম যোগাযোগ এর মোবাইল নাম্বার দেওয়া হয়। এসব নাম্বারে কোনরূপ আর্থিক লেনদেনের আগে যাচাই করার অনুরোধ করা হলো। কোন আর্থিক ক্ষতি বা কোন প্রকার সমস্যা হলে তার জন্যে ভ্রমণ গাইড দায়ী থাকবে না।